Header Ads

পেপার মিল দুটির নিলাম প্রক্রিয়া বাতিল, নিলামে অংশ নিতে কোন পার্টি আসেনি


নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্থান পেপার কর্পোরেশনের অধীন বরাকের পাঁচগ্রাম এবং মারীগাঁও জেলার জাগিরোড পেপার মিল দুটি কেনার কোনো পার্টি আগ্রহ প্রকাশ না করায় নিলাম প্রক্রিয়া বাতিল হয়ে গেল। ১৫ জুন ৫৫ কোটি  টাকা ই এম ডি  দিয়ে ৩০ জুনে  প্রস্তাবিত নিলাম প্রক্রিয়াতে অংশগ্রহণ করার কথা। কিন্তু কোন পার্টি  ওই আর্নেস্ট মানি অর্থাৎ ই এম  ডি জমা দেননি।তাই স্বাভাবিকভাবে নিলাম বাতিল। পাঁচ বছর থেকে মিল দুটি বন্ধ। বিনা বেতন, বিনা চিকিৎসায় ৮৯ জনের মৃত্যু হয়েছে। সরকার কোনো ক্ষতি পূরণের ব্যবস্থা করেনি। এই দুই মিলের ইউনিয়নের যৌথ অ্যাকশন কমিটির নেতা মানবেন্দ্র চক্রবর্তী বলেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দিল্লিতে এক সাংবাদিক  সম্মেলনে বলেছিলেন, ১২০০ কোটি টাকা দিয়ে এই জরাজীর্ণ মিলকে কিনবে। এই  মন্তব্যর জন্যে সম্ভবত কোনো পার্টি নিলামে অংশগ্রহণ করলো না। এবার সরকার এগিয়ে আসুক মিলটি অধিগ্রহণ করে অসমের শ্রমিকদের বাঁচান অসমের আর্থিক উন্নয়নের শরিক হোক। অবিলম্বে তা না হলে লিকুইডেটর এমন সব শর্ত আরোপ করবে তার পর সব হাতের বাইরে চলে যাবে। শ্রমিক সংগঠনগুলো এখনও আশা করে কেরলের মত বিজেপি সরকার মিল দুটি অধিগ্রহণ করবে। সেই আশায় ব্যক্ত করেন শ্রমিক নেতা মানবেন্দ্র চক্রবর্তী।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.