Header Ads

কৃপানাথ মাল্লার তত্ত্বাবধানে ড্রোনের মাধ্যমে স্যানিটাইজ বদরপুরে

সুব্রত দাস, বদরপুর : করোনা মহামারী থেকে নিজেদের আরও সুরক্ষিত করতে করিমগঞ্জ জেলার সঙ্গে বুধবার বদরপুরেও ড্রোনের মাধ্যমে সেনিট্রেশন করা হয়। এই জেলার জনগণকে ভাইরাস থেকে মুক্ত করতে একটি নতুন পদক্ষেপ। করিমগঞ্জ জেলার সাংসদ কৃপানাথ মাল্লার তত্বাবধানে তা করা হয়। অন্যদিকে আজ সাংসদ শ্রীগৌরী মাধবধাম ধাম সংলগ্ন বরাক নদীর ভাঙনে ন্যাশনাল হাইওয়ে অস্তিত্ব যখন সংকটে ঠিক তখন মাননীয় সাংসদ কৃপানাথ মাল্লা,জেলা পরিষদ সভাপতি আশীষ নাথ,বদরপুর আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি দীপঙ্কর রায়,সংঘ প্রচারক রাণা গোস্বামী,দেবল দাস,লিটন ধর,প্রথম এনজিও সমেত পরিদর্শন করেন এবং তিনি আশ্বস্ত করেন যে অতি সত্বর বিষয়টি নিয়ে মন্ত্রী পিযুষ হাজারিকার সাথে আলোচনা করে ভাঙন প্রতিরোধের ব্যবস্থা করবেন। আজ কয়েকটি স্থানে পরিদর্শন করেন,করিমগঞ্জ বৃদ্ধা আশ্রমে গিয়ে ফল বিতরণ করেন। অন্যদিকে বদরপুরে প্রাক্তন ওয়ার্ড কমিশনার সিতাংশু রায় ও রঘুনাথ ভূঞা,সমাজসেবী বিমলা প্রসাদ এন্ড সংসদের নিকট আর্থিক চেক প্রদান করেন মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডে দান করার জন্য।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.