Header Ads

দেশে আজও এক লাখের তলে আক্রান্ত, করোনা স্বাভাবিক হচ্ছে, দুষ্টচক্র স্বাভাবিক হতে দেবে তো?

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : দেশে করোনা  সংক্রমণ হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ৯২ হাজার, ৫৯৬ জন। মৃত্যু হয়েছে হাজার ২১৯ জনের। অসমে এই একই সময়  আক্রান্ত হয়েছে হাজার ৭৫১ জন। মৃত্যু হয়েছে ৫৫ জনের। আরোগ্যের হার ৩.২৪ শতাংশ। পশ্চিমবঙ্গে আক্রান্ত হয়েছে ১০ হাজার ৫১২ জন। মারা গেছে ৯৫ জন। দেশে করোনা সংক্রমণ স্বাভাবিক হলেও দেশ বিদেশের দুষ্টচক্র  নানাভাবে চক্রান্ত করছে বলে অভিযোগ আসছে। একাংশ ঔষধ কোম্পানিদেশ-বিদেশের  একাংশ কর্পোরেট হাউস ভারতের দেড়শ কোটি মানুষের বিশাল বাজার হাত ছাড়া করতে রাজি নয়। মানুষকে ঘরবন্দি করে রেখে অনলাইন কোম্পানি নানাভাবে এই অতিমারীকে  চালিয়ে নিয়ে যেতে চাইছে। অসমে jomato, সুইগির মত অনলাইন কোম্পানি  কৌশলে মাদক সরবরাহ করছে। অসমে সেনিটা ইজ, বিশুদ্ধ জলের  নামে  ভেজাল  ধরা পড়েছে। মাছ-মাংস, শাক-ব্জিতে রাসায়নিক ব্যবহার বেড়ে গেছে। ইমিউনিটি বাড়ানোর নামে ব্যাপক ভেজাল ঔষধ বাজার  ভোরে গেছে। কোন নিয়ন্ত্রণ নেই।  ডিম বিক্রি প্রায় ১০০ গু বেড়ে গেছে। এই ডিম কি পুষ্টিগুণ আছে না ভেজাল তা পরীক্ষা করা হচ্ছে  কি? আলুর দাম এত বাড়ল কেন। পেট্রোল ডিজেল দাম  বাড়লো কেন। কল্যাণকামী  রাজ্য, কেন্দ্রীয় সরকার তেলের উপর কেন  শুল্ক   কমাচ্ছে না? মানুষের আজ কি দুর্দশা ! করোনাকে যতদিন জিইয়ে  রাখা যাবে তত লাভ, তত মুনাফা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.