দেশে ৮১দিন বাদ দৈনিক করোনা আক্রান্তর সংখ্যা ৬০ হাজারের নীচে নেমে গেছে
নয়া
ঠ্যহর প্রতিবেদন, গুয়াহাটিঃ দেশে
করোনা আক্রান্তের সংখ্যা ৬০ হাজারের
নীচে নেমে গেছে। ২৪ ঘন্টায় ৫৮ হাজার ৪১৯ জন
আক্রান্ত হয়েছে। ৮১ দিনে
সবচেয়ে কম। আক্রান্তের হার মাত্র ২.৪৪ শতাংশ।
দেশের রাজধানী দিল্লি যেভাবে আগামীকাল সোমবার থেকে বার, রেস্তোরা, পার্ক খোলার নির্দেশ দেওয়া
হয়েছে। এই স্বস্তিদায়ক পরিস্থিতিতে দিল্লির
এইমস ডিরেক্টর গুলেরিয়া সকলকে
ভয় ধরিয়ে দিয়েছেন। বলেছেন, করোনার তৃতীয় ওয়েভ অবধারিতভাবে
আসবে ৬ থেকে ৮ সপ্তাহের মধ্যে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
ও দেশের সব রাজ্যকে জরুরি পত্র পাঠিয়ে সতর্ক করে দিয়েছে। তবে এইমস
এবং কেন্দ্রীয় সরকার মানুষের মধ্যে সজাগতার
অভাব দেখে উদ্বিগ্ন। দিল্লি হাইকোর্ট দিল্লির
বাজারে মলে ভিড় দেখে রীতিমত তাজ্জব। অধিকাংশ দূরত্ব বিধি
মানছে না। মুখে মাস্ক নেই। অসমের রাজধানী গুয়াহাটিতে
মাছের বাজারে ভিড় দেখলে কেউ
অবাক না হয়ে পারবে না। বিশেজ্ঞরা বলছেন, মানুষ
সচতন হলে তৃতীয় ওয়েভ মাথা তুলতে পারবে না। এই ওয়েভে শিশুরা আক্রান্ত হবে। অসমেরর মধ্যে ১২ জুলাই থেকে বিধানসভার বাজেট অধিবেশন শুরু হবে
প্রায় দের মাস চলবে। কেন্দ্রীয় সরকার ব্যাপকহারে
ভ্যাকসিন দেওয়া শুরু করবে সোমবার থেকে।
কোন মন্তব্য নেই