জাতির জনকের প্রপৌত্রী আফ্রিকাতে জালিয়াতি মামলায় জেলে গেলেন
কলকাতা : দেশের লজ্জা জাতির লজ্জা
জাতির জনক মহাত্মা গান্ধীর প্রপৌত্রী আশীষ লতা রামগোবিন্দ আফ্রিকার ডার বানের এক
ব্যক্তির কাছ থেকে ৬.২ মিলিয়ন ডলার নিয়ে কাজ করেননি। ডার বানের মানবাধিকার কর্মী এলা গান্ধী, প্রয়াত মেওয়া রাম গোবিন্দের
কন্যা আশীষ লতা। এস আর মহারাজের কাছ থেকে এই বৃহৎ পরিমাণ টাকা নিয়ে ভারত থেকে
লিনেনের কাপড় আর জুতো আমদানির জন্যে নিয়ে ছিলেন। ২০১৫ সালে তিনি ৫০ হাজার
টাকার বন্ড দিয়ে জামিনে ছিলেন। ডারবানের স্পেশাল ক্রাইম আদালত সাত বছর জেল দেবার শাস্তি
ঘোষণা করেছে সোমবার। অসমের বিশিষ্ট
সমাজ কর্মী পদ্মশ্রী অজয় দত্ত এই ঘটনাকে জাতির
লজ্জা বলে মন্তব্য করে বলেন, খবর নিয়ে জানলাম ঘটনাটি সঠিক। আর্ন্তজাতিক
ক্রীড়া ব্যক্তিত্ব কৈলাশ শর্মা এই
ঘটনার নিন্দা করে বলেন, এ এক জাতীয় লজ্জা।









কোন মন্তব্য নেই