অসম রত্নর পর সরকার অসম বিভূষণ, অসম ভূষণ, অসম শ্রী পুরস্কার ঘোষণা
অমল গুপ্ত, গুয়াহাটি : আজ মুখ্যমন্ত্রী হিমন্ত
বিশ্ব শর্মার পৌরহিত্যে অনুষ্ঠিত ক্যাবিনেট কমিটির বৈঠকে বেশ কিছু
গুরুত্বপূর্ণ প্রস্তাব গ্রহণ করা হয়। যারা এই সমাজের
সার্বিক বিকাশে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রেখে
গেছেন তাদের উৎসাহ দেওয়ার লক্ষ্যে অসম রত্ন পুরস্কার আগেই ঘোষণা করা
হয়েছিল। আজ ক্যাবিনেট বৈঠকে আরও তিনটি পুরস্কার ঘোষণা করা হয়। অসম বিভূষণ পুরস্কারের মূল্য ৩ লাখ তিন জনকে দেওয়া হবে। অসম ভূষণ পুরস্কার ৫ জনকে দেওয়া হবে। পুরস্কার
মূল্য ২ লাখ, অসম শ্রী পুরস্কার ১০ জনকে দেওয়া হবে মূল্য ১ লাখ।
এই পুরস্কার প্রাপকরা চিকিৎসা পরিবহন সহ
সব ধরণের সরকারি সুবিধা দেওয়া হবে। ৭ ডিসেম্বর
কথা শিল্পী হোমেন বড় গোহাইয়ের জন্মদিনে সাহিত্য পুরস্কার, দৌড়বিদ অর্জুন ভোগেশ্বর বড়ুয়ার
জন্মদিনে ৭ সেপ্টেম্বর ক্রীড়া পুরস্কার, জ্যোতি প্রসাদ আগরওয়ালার তিথিতে শিল্পী
পুরস্কার প্রদান করা হবে। প্রতি বছর স্বাধীনতা দিবসে শিল্পী সাহিত্যিক, ক্রীড়া পেনশন ঘোষণা করা
হবে। এবার ৭ দিন আগেই ঘোষণা করা হবে। বটদ্রবা শংকরদেবের জন্মস্থানে অতিরিক্ত জমির ব্যবস্থা
করে দেশের মধ্যে এক আকর্ষণীয় পর্যটন ক্ষেত্র গড়ে তোলার সব ব্যবস্থা হবে। এবার
থেকে সব সরকারি অফিসে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং ভারত রত্ন লোকপ্রিয় গোপীনাথ বরদলৈয়ের প্রতিকৃতি বাধ্যতামূলকভাবে
রাখতে হবে। এই সরকারের প্রথম বাজেট অধিবেশনে শুরু হবে ১২ জুলাই। আজ ক্যাবিনেট
সিদ্ধান্ত হয়েছে। এই সরকার সরকারি জমিকে বেদখল মুক্ত করে কৃষি জমিতে রূপান্তর করার
প্রথম পদক্ষেপ হিসাবে দরং জেলার বেদখল মুক্ত ৭৭ বিঘা জমিকে কৃষি ভূমিতে
রূপান্তর করার লক্ষ্যে
পদ্ম হাজারিকারকে প্রধান করে এক কমিটি গঠন করে দিয়েছে।
সাংসদ দিলীপ শইকিয়া, মৃণাল হাজরিকা, পরমা নন্দ রাজ বংশীকে কমিটির সদস্য মনোনীত করা
হয়েছে। বন্যা ধসের মত প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করার জন্যে জেলার ডেপুটি শোনারদের যাবতীয় দায়িত্য অর্পণ করা হয়েছে।









কোন মন্তব্য নেই