Header Ads

পেপার মিল নিয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি এ আই ইউ ডি এফের,মুখ্যমন্ত্রীর ওপর আস্থা আছে ইউনিয়নের :মানবেন্দ্র চক্রবর্ত্তী

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : নগাঁ  পাঁচগ্রাম পেপার মিল দুটি  অবিলম্বে খোলার দাবি জানাল এ আই ইউ ডি এফ। দলের সভাপতি বদরুদ্দিন আজমলের এক স্মারক পত্র নিয়ে দলের কার্যকরি সভাপতি সিরাজুদ্দিন আজমল আজ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে সাক্ষাৎ  করে মিল দুটি খোলার  দাবি জানান। দলের পক্ষে হাফিজ বসির আহমেদ কাসিমি, হাফিজ রফিকুল ইসলাম, করিমুদ্দিন বরভুইযা, দলের সাধারণ  সম্পাদক হায়দর হোসাইন প্রমুখ মুখ্যমন্ত্রীর সঙ্গে আজ সাক্ষাৎ করে এই দাবি জানান। রাজ্যের অর্থনৈতিক  উন্নতির জন্যে মিল দুটির বিরাট ভূমিকা ছিল। মিল দুটির কয়েক হাজার শ্রমিক বেকার হয়ে গেছে। বহু শ্রমিক বিনা বেতনে   মারা গেছেন। মিল দুটির নিলাম বন্ধ করে সরকার  মিলদুটি অধিগ্রহ  করার দাবি জানান প্রতিনিধিদল।কংগ্রেস সভাপতি রিপুন বরা,কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব ও মুখ্যমন্ত্রী র কাছে    মিল টি খোলার আর্জি জানিয়েছেন।  ।হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করার পর আবার একজন শ্রমিকের মৃত্যু হল।নওগাঁ পেপার মিলের কর্মী ধরণী সইকিয়া 54 মাস  বেতন না পেয়ে মারা গেলেন।  শ্রমিক ইউনিয়নের নেতা মানবেন্দ্র চক্রবর্তী আজ   বলেন তারা 

 মুখ্যমন্ত্রী র ওপর  আস্থা রেখেছে। বিশ্বাস আছে তিনি কিছু একটা করবেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.