গান্ধীমণ্ডপে ১১ টি রুদ্রাক্ষ গাছ রোপন করেন মুখ্যমন্ত্রী
রাইমনা
রাষ্ট্রিয় উদ্যান ঘোষণা
নয়া
ঠ্যহর প্রতিবেদন, গুয়াহাটি : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব
শর্মা আজ গুয়াহাটি গান্ধী মন্ডপে ১১টি
রুদ্রাক্ষ গাছ রোপন করে মহাত্মা গান্ধীর আর্দশ
মেনে চলার আহবান জানান। তিনি আজ বিটিসি অঞ্চলে রাইমনা
সংরক্ষিত বনাঞ্চলকে রাষ্ট্রিয় উদ্যান হিসাবে গড়ে তোলার কথা ঘোষণা
করেন। উজানে ঢিহিং পাটকাই বনাঞ্চলকে রাষ্ট্রিয় উদ্যান
হিসাবে গড়ে তোলার প্রক্রিয়া চলছে তিনি ১০ হাজার
হেক্টর নতুন করে নতুন করে বৃক্ষ রোপন করে বনাঞ্চলের
পরিসীমা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছেন। সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি
বিভাগকে বিজ্ঞান প্রযুক্তি ও জলবায়ু পরিবর্তন বিভাগ হিসাবে গণ্য করা হবে। রাজ্যের
২৮টি জেলাতে সাহিত্য ও উপবন নাম দিয়ে জৈব
বৈচিত্র ক্ষেত্র গড়ে তোলা হবে। বিধানসভার
অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারী নতুন বিধানসভা ভবন চত্বরে আজ
বৃক্ষ রোপন করেন। সাংবাদিক সন্থা জাফার পক্ষ থেকেও দিবসটি পালন করা হয়।








কোন মন্তব্য নেই