বদরপুরে বিভিন্ন সংস্থায় পালন করল বিশ্ব পরিবেশ দিবস
সুব্রত দাস,বদরপুর : আজ বিশ্ব পরিবেশ দিবস বদরপুরের বিভিন্ন জায়গায় পালন করা হয়। বিশ্ব পরিবেশ দিবস পালনের পিছনে উদ্দেশ্য হল,পরিবেশ সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। বদরপুরের বেশ কয়েকটি সরকারী,বে-সরকারী সংস্থা,রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠন বৃক্ষ রোপন করেন। বদরপুর ঘাটের কেশব ক্লাব দেবেন্দ্রনগর এলপি স্কুল ও বেশ কয়টি জায়গায় বৃক্ষ রোপন করেন। কেশব ক্লাবের সম্পাদক সুব্রত কুমার মালাকার বলেন,সর্বপ্রথম ১৯৭৪ সালে রাষ্ট্রপুঞ্জ দ্বারা পালিত হয়েছিল এই দিনটি। প্রকৃতিকে কৃতজ্ঞতা জানানোর জন্য রোজই হতে পারে পরিবেশ দিবস। কিন্তু প্রকৃতি না বাঁচলে মানবজাতিই যে বিপন্ন হবে তার গুরুত্ব এবং এ নিয়ে সচেতনতা বাড়ানোই মূলত ৫ জুনের বিশেষত্ব। তিনি আরও বলেন,শিল্পায়ন এবং নগরায়নের জেরে গোটা বিশ্বজুড়েই পরিবেশের দফারফা। যে ভাবে পৃথিবীর উষ্ণতা বাড়ছে,ভূগর্ভে সঞ্চিত জল ও জ্বালানি তলানিতে এসে ঠেকেছে,তাতে অদূর ভবিষ্যতে মানব সভ্যতার সামনে যে বিশাল সংকট এসে উপস্থিত হবে তাতে কোনও সন্দেহ নেই। পরিবেশ রক্ষার দায়িত্ব আমাদের সবার ওপরেই বর্তায়। একটু চেষ্টা করলেই পরিবেশ রক্ষায় উল্লেখযোগ্য অবদান রাখতে পারি আমরাও। সুব্রত বাবু বলেন,
দূষণের মধ্যেই রোজ শ্বাস নিচ্ছি আমরা প্রত্যেকে। ক্রমেই অসুস্থ হয়ে পড়ছে পৃথিবী। দূষণ একটি স্লো পয়জানের মতো মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে মানবজাতিকে। তাই এখন প্রয়োজন পরিবেশ সচেতনতা বাড়ানোর। সাধারণ মানুষ হিসেবে আমাদের হাতে যেটুকু ক্ষমতা আছে,তা দিয়েই প্রকৃতিকে সুস্থ করে তোলার চেষ্টা করতে পারি। ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। এই দিনটি থেকেই শুরু হোক পরিবেশ রক্ষার নতুন অভিযান। তাছাড়া বদরপুরের যুবশক্তি এনজিও বদরপুর রেল স্টেশন সংলগ্ন এলাকায় চারা গাছ রোপন করেন। অন্যদিকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গাছের চারা রোপণ এবং বিতরণ করেন ভারতীয় কল্যাণ মঞ্চ করিমগঞ্জ জেলা কমিটি। এতে উপস্থিত ছিলেন ভারতীয় কল্যাণ মঞ্চ করিমগঞ্জ জেলা কমিটির সভাপতি অঞ্জনা পাল, কার্যকরী সভাপতি অশোক পাল, সাধারণ সম্পাদক বিশাল নাথ প্রমূখও।










কোন মন্তব্য নেই