Header Ads

করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের ত্রাণ সামগ্রী বিতরণ

সুব্রত দাস, বদরপুর : ভারতে করোনা সংক্রমনের গ্রাফ ধীরে ধীরে নীচে নামলেও প্রতিদিন করিমগঞ্জ জেলায় সংক্রমনের হার অব্যাহত। এই করোনার সংকটময় পরিস্থিতিতে সামাজিক দুরত্ব বজায় রেখে করিমগঞ্জ রামকৃষ্ণ মিশন থেকে রবিবার ত্রাণ সামগ্রী বিতরণ করেন। ত্রাণ সামগ্রীর মধ্যে ২ কেজি চাল,২ কেজি আলু,১ কেজি পিয়াজ,১ কেজি লবন,৫০০ গ্রা সয়াবিন,৫০০ গ্রা ভোজ্য তেল,১ কেজি মুসুর ডাল,১ পে বিস্কুট,১০০ জিরা গুড়া,১০০ হলুদ গুড়া,১০০ মরিচ গুড়া,২ পে সাবান ও ৩ টি করে মাস্ক বিতরন করা হয়। চরবাজার অঞ্চলে ৩৭০ টি পরিবারের মধ্যে এই ত্রাণ বিতরণ করা হয়েছে। সামগ্রী বিতরণে স্বামী প্রভাসানন্দজী  মহারাজ,রামভদ্রানন্দজী মহারাজ ও স্বেচ্ছাসেবকরা  উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.