দেশে করোনা গ্রাফের নিম্নমুখী অব্যাহত,একদিনে ৬০,৪৭১ আক্রান্ত
নয়া
ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : দেশে
করোনার গ্রাফ নিম্নমুখী। সংক্রমণ
হ্রাসের ধারাবাহিকতা অব্যাহত। ২৪ ঘন্টায়
আক্রান্ত হয়েছে ৬০,৪৭১ জনের। মৃত্যু হয়েছে ২,৭৩২ জনের।
বাংলাতে ৪ হাজারের
তলে নেমেছে। মৃত্যু হয়েছে ৮১ জনের।
অসমে ৩,৬৭৮ জন আক্রান্ত, মৃত্যু হয়েছে ৪৩ জনের। অসমে
মৃত্যুর হার কমেনি। পশ্চিমবঙ্গে আজ থেকে লকডাউন
শিথিল করা হয়েছে। দোকানপাট, হোটেল, রেস্তোরা খুলবে।
কোন মন্তব্য নেই