Header Ads

"উত্তরবঙ্গকে ভাগ করে কেন্দ্রীয় অঞ্চল গঠনের চক্রান্ত চলছে"

কলকাতা : গত ১৩ জুন ২০২১ জলপাইগুড়িতে বিজেপির এক বৈঠকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গকে ভাগ করে পৃথক কেন্দ্র শাসিত অঞ্চল গঠনের প্রস্তাব গৃহীত করা হয়েছে। "আমরা বাঙালি" দল  এই কুপ্রস্তাবের তীব্র নিন্দা এবং ধিক্কার জানায়। এই সংগঠনের কেন্দ্রীয়  কমিটির সদস্য বকুল চন্দ্র রায় তীব্র প্রতিবাদ করেছেন। তিনি বলেন, একুশের বিধানসভা নির্বাচন প্রচার চলাকালীনই আমরা বলেছিলাম, বিজেপির নীতিই বিভেদ নীতি।  হিন্দু-মুসলিম বিভেদ, বাংলা ভাগের বিভেদ প্রভৃতি নীতিতে চলে। অতীতে ওই পনিবেশিক  সাম্রাজ্যবাদ বিস্তারে ব্রিটিশরা যেমন বাঙালিদের মধ্যে হিন্দু-মুসলিম বিভেদ এবং সুবা বাংলাকে কেটে টুকরো টুকরো করে অর্থকরী খনিজ সম্পদপূর্ণ অঞ্চল অবাঙালি অঞ্চলের সঙ্গে যুক্ত করে বাঙালিদের ঐক্য, চেতনা, বিপ্লব মুখরতাকে নষ্ট করেছে, বিজেপি ঠিক সেই একই বিভেদ নীতিতে চলছে। কোভিড অতিমারি এবং গোদের উপর বিষফোঁড়ার ন্যায় যশ ঘূর্ণিঝড়ে দুর্ভোগা, সম্বলহীন মানুষদের পাশে না দাঁড়িয়ে বিজেপি এখন প্রতিহিংসা চরিতার্থ করছে, আমরা এই প্রতিহিংসা বাঙলার মাটিতে হতে দেব না। পরিষ্কারভাবে আমরা বলে দিচ্ছিকোন অবস্থাতেই আমরা এই বাংলাভাগ মানবো না মানবো না, অতীতে যেভাবে গোর্খাল্যান্ডের দাবীর বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ আন্দোলনে পাহাড়, বাংলার দার্জিলিং বাঙলা থেকে কাটতে পারেনি এবারেও আমরা 'আমরা বাঙালী' ঐক্যবদ্ধ আন্দোলন নামব, কোভিড অতিমারিতে আমরা বিধি-ভেঙে কিছু করব না, তবে আইনত ব্যবস্থা আমরা নেব।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.