দেশের "উড়ন্ত শিখ" মিলখা সিং চলে গেলেন
নয়াদিল্লি : দেশের মুখ
উজ্জ্বল করা "উড়ন্ত শিখ" মিলখা সিং গতকাল রাতে চন্ডিগড়ে
শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কোভিডে
আক্রান্ত হয়ে মারা যান বয়স হয়েছিল ৯১ বছর।
তার পত্নী নির্মলা কৌরও করোনাতে ভুগে কিছুদিন আগে
মারা যান। প্রধানমন্ত্রী নরেন্দ্র
মোদি শোক প্রকাশ করে বলেছেন তার মত ক্রীড়া বিদ
দেশের সম্মানকে অনেক উঁচুতে তুলে ধরে ছিলেন।তাঁর পত্নী নির্মলা ভারতের
প্রাক্তন মহিলা ভলিবল ক্যাপ্টেন গত ১৩ জুন মারা যান। গফলার পুত্র জীব মিলখা সিং ও তিন কন্যা রেখে
গেছেন।
কোন মন্তব্য নেই