Header Ads

উত্তরপ্রদেশের গঙ্গায় করোনা মরদেহের মাঝে ফুলের মত এক কন্যা শিশু

নয়া ঠাহর প্রতিবেদন, দিল্লি : উত্তরপ্রদেশের গঙ্গা  করোনা মরদেহ ভাসছেজল আর পবিত্র  নয়। এই দূষিত গঙ্গা নদীতে   গাজীপুরে এক নবজাতক কন্যাকে ভেসে যেতে দেখে  দাদরিঘাটে এক মাঝি তাকে উদ্ধার করে। এক বাক্সের মধ্যে মা দুর্গার ছবি, কাগজে চিরকুটে ঠিকুজি  কোষ্ঠী লেখা, আর লেখা ছিল মা গঙ্গার কন্যা। একটি ধুপকাঠি ছিল। সাদা কাপড়ে জড়ানো  সদ্য জন্মানো শিশুটির কান্নার আওয়াজ শুনে গুলপু চৌধুরী  নামে মাঝি   তাকে উদ্ধার করে। সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী  যোগী আদিত্য নাথ  বাচ্চাটির ভরণপোষণ  দায়িত্ব নেন। মাঝিকে পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেন। এবং অজ্ঞাত পরিচযের কন্যাটির নাম রাখা হয় গঙ্গা। অপবিত্র গঙ্গায়  পবিত্র শিশু, রাখে হরি তো মারে কে?

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.