ভ্যাকসিন ছাড়া অনলাইন ডেলিভারি চলবে না
নয়া
ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ ফ্লিপকার্ট, সুইগি,
জমার্ট ইত্যদি অনলাইন
সার্ভিস কোম্পানির প্রতিনিধিরা ঘরে ঘরে
সামগ্রী সরবরাহ করতে পারবে না। প্রত্যেককে ভ্যাকসিন
নিয়ে যেতে হবে। আজ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই কড়া
নির্দেশ দিয়েছেন। ভ্যাকসিন ছাড়া ঘরে ঘরে গেলে শাস্তির মুখে পড়তে হতে পারে। বিনা
ভ্যাকসিনে গেলে
করোনা সংক্রমণের আশংখার
প্রেক্ষিতে এই নির্দেশ। মুখ্যমন্ত্রী আজ গুয়াহাটি মেডিক্যাল
কলেজ হাসপাতালে উদালিতে আক্রান্ত
ডাক্তার সিউজ কুমার সেনাপতির সঙ্গে
সাক্ষাত করে খবরা খবর নেন। আশ্বাস দেন এই
ঘটনায় অপরাধীরা শাস্তি
পাবেই।








কোন মন্তব্য নেই