দেশের মানুষ করোনার বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়ছে, মনের কথা বললেন প্রধানমন্ত্রী
নয়া
ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : দেশের
মানুষ করোনার বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়ছে। প্রধানমন্ত্রী তাঁর "মন কি বাত" রেডিও বার্তায় আজ একথা বলেন। তিনি বলেন,
অক্সিজেন সমস্যা মেটাতে দেশ যুদ্ধকালীন
গতিতে কাজ করে চলেছে। নতুন নতুন অক্সিজেন প্ল্যান্ট বসানো হচ্ছে। এই
কঠিন পরিস্থিতিতে দেশকে
ঐক্যবদ্ধভাবে লড়তে হবে। দেশে ৪৬ দিনে করোনার
গ্রাফ কমছে। গত ২৪ ঘন্টায় ১ লাখ
৬৫ হাজার ৫৫৩ জন
আক্রান্ত হয়েছে। এই সময়
মৃত্যু হয়েছে ৩৪৬০
জনের। প্রধানমন্ত্রী দাবি করেন, দেশের
কৃষকদের আয় বৃদ্ধি পেয়েছে। দেশের ৮০ কোটি
মানুষকে রেশন দেওয়া হচ্ছে।
কোন মন্তব্য নেই