Header Ads

মসনদে বসে প্রথম দিল্লি গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : অসমে ১৮-৪৪ বছর বয়সের ব্যক্তিদের দেবার ভ্যাকসিন নেই। জুন মাস থেকে পাওয়া যাবে লাখ ভ্যাকসিন দেওয়া হয়েছে। আগস্ট মাসে  সবকে ভ্যাকসিন দেওয়া হবে। দিল্লি যাবার আগে মুখ্যমন্ত্রী একথা জানান। তিনি কংগ্রেস সভাপতি রিপুন  বরার  খবর নেন। তিনি  করোনা আক্রান্ত হয়েছেন। বলেন, অক্সিজেনের অভাব নেই। কেন্দ্রপ্রতিদিন অক্সিজেন এক্সপ্রেস ট্রেন পাঠাবে বলেছে।  মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড এবং অসম  আরগ্যনিধি তহবিলে ৪৩ কোটি টাকা জমা পড়েছে।  তিনি জানান, অসমে ডিআরও ও ডিজি ভ্যাকসিন দেওয়া হচ্ছে। প্রদীপ হাজারিকাকে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, প্রাক্তন মন্ত্রী ডাক্তার অর্ধেন্দু কুমার দেপ্রাক্তন মন্ত্রী আমিনুল ইসলাম করোনা আক্রান্ত হয়ে জি এম সিতে হয়ে আছেন। প্রাক্তণ মুখ্যমন্ত্রী প্রফুল্ল কুমার মহন্তকে গতকাল আবার এক প্রাইভেট  হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.