বদরপুরে প্রশাসনের গা ছাড়া মনোভাব : বাড়ছে করোনার সংক্রমণ
নয়া ঠাহর প্রতিবেদন, বদরপুর : আসাম রাজ্যের সহিত বদরপুরেও বাড়ছে করোনার সংক্রমণ। দিনদিন করোনার ভয়াবহ রূপ নিচ্ছে। করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা যেমন বাড়ছে,তেমনই বিভিন্ন হাসপাতালে বেড়ে চলছে রোগীর ভর্তির সংখ্যা। তারপর চরম উদাসীন মানুষ,এমনই আক্ষেপ চিকিৎসকদের একাংশের। সরকার করোনা মোকাবিলার জন্য বিভিন্ন বৈকল্পিক ব্যবস্থা নিচ্ছে। কিন্তু সরকারের জারি করা SOP কে বুড়ো আঙ্গুল দেখিয়ে বদরপুরে বেশাংশ মানুষ বিন্দাস মুডে চলছে। জন কয়েকের মাক্স লাগানো থাকলেও মাক্স মুখের নীচেই থাকে। কিন্তু সামাজিক দূরত্বের তো কোন বালাই নেই। তা দেখেও বদরপুর প্রসাশনের কোন হেল দোল নেই। প্রতিটি ব্যাঙ্ক খোলা হয় ১০ টায়। কিন্তু লোকজন সকাল সাড়ে নয়টায় ভিড় জমান। বদরপুর স্টেট ব্যাঙ্কের আজ লোকজন এমন ভাবে জটলা বেঁধে দাড়িয়ে থাকে যেমন দেখে মনে হয়েছিল করোনা বলতে কিছু নেই। না ছিল ব্যাঙ্কের কোন হোমগার্ড না কোন পুলিশ। এভাবে চলতে থাকলে বদরপুরেরসহ বদরপুরে পাশাপাশি গ্রামের পরিস্থিতিও ভয়াবহ হতে পারে অনেকের ধারণা।









কোন মন্তব্য নেই