করোনাকাল নিয়ে আলোচনায় বাংলাদেশ ও ভারতের সাংবাদিকরা
সুব্রত দাস, বদরপুর : বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে উপলক্ষ্যে করোনাকালীন সাংবাদিকতা নিয়ে সম্প্রতি এক আলোচনার আয়োজন করে এনআরবি নিউজ টুয়েন্টিফোর ডটকম। সাংবাদিকতা বরাবরই একটি ঝুঁকিপূর্ণ পেশা। কিন্তু করোনা মহামারিতে পেশাগত ঝুঁকি আরও বেড়েছে। ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন দিল্লীর আন্তর্জাতিক সাংবাদিক রত্নজ্যোতি দত্ত।অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুয়াহাটি থেকে ইউনাইটেড নিউজ অফ ইন্ডিয়ার উত্তর পূর্বাঞ্চলের ব্যুরো চিফ অভিজিৎ দেব, ঢাকার এক জাতীয় দৈনিকের বার্তা সম্পাদক সুকদেব সানা ও ঢাকার জাতীয় টেলিভিশনের সাংবাদিক আফরিন জাহান। অনুষ্ঠানে প্রথমে করোনায় মারা যাওয়া সমস্ত সাংবাদিকদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। করোনা সেনানী ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, সাফাইকর্মী,পুলিশ, সেনা সকলকেও শ্রদ্ধার্ঘ্য জানান সঞ্চালক রত্নজ্যোতি দত্ত। সাংবাদিক সুকদেব সানা বলেন, ১৪ এপ্রিল পর্যন্ত সুইজারল্যান্ডের প্রেস এমব্লেম ক্যাম্পেইনর (পিইচি) রির্পোট অনুযায়ী সারা পৃথিবীতে ১০৬৩ জন সাংবাদিক করোনায় আক্রান্ত হয়ে মারা যান। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ প্রতিনিধি হিসাবে পরিচিত সাংবাদিক, সম্পাদক এবং ফটোগ্রাফাররা সর্বদা ঘটনার পিছনের সত্যের জন্য জীবনের ঝুঁকিতে নিয়ে সংবাদ সংগ্রহ করে থাকেন। ঠিক সেইভাবেও করোনার এই কঠিন পরিস্থিতিতেও জীবনের বাজী রেখে নিঃশব্দে কাজ করে যাচ্ছেন গণমাধ্যমের কর্মীরা। সংবাদ মাধ্যমের সুরক্ষা নিশ্চিত করা এবং সাংবাদিকতায় নৈতিকতা আদি গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। এই মহামারীর মধ্যে সকল ধরনের কর্মসংস্থান সংকুচিত হয়েছে। অপ্রাতিষ্ঠানিক কাজের সাথে প্রাতিষ্ঠানিকভাবে চাকরি চলে গেছে বহু পেশাজীবীর। গণমাধ্যম প্রতিষ্ঠানেও সংকোচন নীতি অনুসরণ করা হয়েছে। বহু সাংবাদিক-সংবাদকর্মীর চাকরি ইতিমধ্যেই চলে গেছে। ভারত ও বাংলাদেশের প্রেক্ষাপট এ বিষয় নিয়ে সামগ্রিকভাবে আলোচনা হয়। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াকে বলা হচ্ছে শক্তিশালী মাধ্যম। করোনাকালে সোশ্যাল মিডিয়ার প্রভাব ও ভূমিকা নিয়েও বিশদভাবে আলোচনা করা হয়।গণমাধ্যমগুলোতে কার্যরত সংবাদ কর্মীদের অর্থনৈতিক বাস্তবতা নিশ্চিত করার পদক্ষেপ, সাংবাদিকের সুরক্ষা, সরকারী ইন্সুরেন্স নিয়েও বিশদ আলোচনা হয়। খবর সংগ্রহ করতে গিয়ে যারা প্রাণ হারিয়েছেন তাঁদের সম্মান জানাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বিশ্ব প্রেস দিবসের। সঠিক ও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন সকলের অধিকার - এই স্লোগানকে সামনে রেখে পথ চলার কঠিন দায়িত্ব সাংবাদিকদের কাঁধে। সীমিত অধিকার, মানসিক চাপ ও মৌলিক অধিকার হরণকারী সরকারি ভীতির মধ্যে সংবাদকর্মীদের সব সময় কাজ করতে হচ্ছে। বিভিন্ন সংস্থা, দুর্নীতিবাজরা গণমাধ্যমের কাজে নিয়মিত হস্তক্ষেপ করছে বলেও অভিযোগ উত্থাপিত হয় । একটা সংবাদের পিছনে যাঁদের অক্লান্ত পরিশ্রম আর মেধায় আমাদের সবার সামনে সত্যের প্রকাশ হয় তাদের সম্পর্কে এখনও আমরা যত্নশীল নই। এনআরবি নিউজ টুয়েন্টিফোর ডটকম আয়োজিত এ অনুষ্ঠানের দর্শক পৃথিবীর ১৭০ দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙালিরা, জানান ঢাকা থেকে অনুষ্ঠানের সমন্বয়ক ওমর আলী। তিনি আরও জানান এনআরবি নিউজ টুয়েন্টিফোর ডটকমের ফেইসবুক পেজ ও ইউটিউবে চ্যানেল করোনাকালে সাংবাদিকতা বিষয়ক অনুষ্ঠানটি দর্শকরা পরেও দেখতে পারেন।
https://www.youtube.com/watch?v=6dlPoRCKWiM









কোন মন্তব্য নেই