করোনা আক্রান্ত মৃতদেহ থেকে পোশাক খুলে কালবাজারে বিক্রির অভিযোগ
কলকাতা : করোনাতে মানুষের মৃত্যু মিছিলের পাশাপাশি বেআইনি কাল ব্যবসা
ফুলে ফেঁপে উঠেছে। উত্তরপ্রদেশের বাগপতে এক কবরখানা
থেকে পুলিশ সাতজন জনকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে প্রায় ৫০০ বেড সিট,
প্রায় ৭০টি শাড়ি
ও জামা প্যান্ট সহ শতাধিক পোশাক
উদ্ধার করা হয়েছে। মারাত্মক করোনা সংক্রমণে মৃতদের
পোশাক ও বাজারে বিক্রি হচ্ছে, উত্তরপ্রদেশ, বিহারের নদী
থেকে করোনা আক্রান্ত মরদেহ ভেসে
যেতে দেখা গেছে। অক্সিজেন, রেমিডিসিভি ইনজেকশন
অক্সিমিটার কালবাজারে বিক্রি
হচ্ছে এই ভারতে। মৃতদেহ ১০/১৫ ঘন্টা
পড়ে থাকছে। শ্মশান কবর স্থানে মৃতদেহ
নিয়ে ব্যবসা ফুলে ফেঁপে উঠেছে। এই ভারত
বিশ্বের ৭০/৮০টি দেশে
ভ্যাকসিন পাঠিয়েছে। এখন এই
দেশেই ভ্যাকসিনের আকাল
চলছে। মৃতদেহ জ্বালানোর কাঠ নিয়ে দুর্নীতি, কিছু
খরচ করলে করোনা পজিটিভ রোগীর রিপোর্ট নেগেটিভ করে দেওয়া হচ্ছে। করোনা সংক্রান্ত
জরুরি ঔষধ অমিল। হাসপাতালে বেড পেতে টাকা দাবি। করোনা নিয়ে
মানুষ যখন নাজেহাল বিপর্যস্ত,
তখন একাংশ মানুষ মুনাফা
লাভের খেলাতে মেতেছে। বেসরকারি হাসপাতালগুলো
বেআইনি কারবারে
লিপ্ত হয়েছে, বলার
কেউ নেই, দেখার
কেউ নেই।








কোন মন্তব্য নেই