কবিতা
হে কবিবর বিশ্বকবি
জোড়াসাঁকো গ্রামে ঠাকুর পরিবারে,
জন্ম নিয়েছো যে মাতৃক্রোড়ে
সার্থক করেছো মাতৃকোল হে কবি।
আকাশেতে নিত্য উদয় রবি
পৃথিবীতে তুমি অমর কবি,
করেছে ভুবন আলো
হে কবিবর বিশ্বকবি।
তোমার সঙ্গীত সুর-লয়-ধ্বনি,
বাজলো আমার হৃদয় বীণার মাঝে,
সুমধুর কবিতার ছন্দ গুলি।
সারা বিশ্বের আলোক মঞ্চে-মঞ্চে, পঁচিশে বৈশাখ চলিছে মহানন্দে।
কত বালিকা সাঁজিছে নানা সাঁজে,
নৃত্য মাঝে করিছে আরতি তোমায়,
ধূপ, দীপ, ফুল, মালায়
হে কবিবর বিশ্বকবি।
মায়ের হাতে ধরে হাঁটছে যারা,
নৃত্যে ভুল করে নাকো তারা,
আঁধো-আঁধো স্বরে কহিছে ছড়া
কত অবোধ কচিকাঁচারা।
হে কবিগুরু রবীন্দ্রনাথ-
জানাই তোমার জন্মদিনে
তোমার শ্রী চরণে
আমার সহস্র প্রণাম।










কোন মন্তব্য নেই