রাজ্যে এক লাখ চাকরি দিতে কমিটি গড়ল সরকার
নয়া ঠাহর
প্রতিবেদন, গুয়াহাটি : আজ প্রথম মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার পৌরহিত্যে অনুষ্ঠিত ক্যাবিনেট কমিটির
বৈঠকে রাজ্যে একলাখ চাকরি দেওয়ার আশ্বাস রূপায়ণের লক্ষে অর্থমন্ত্রী অজন্তা নেওগকে চেয়ারম্যান করে কমিটি গঠন
করে। মাইক্রো ফাইন্যান্স থেকে নেওয়া ঋণ পরিশোধ সম্পর্কে অন্য এক কমিটি
গঠন করা হয়। অশোক সিংহলকে চেয়ারম্যান করে এই দ্বিতীয় কমিটি গঠন করা
হয়। আজ ক্যাবিনেট কমিটির সিদ্ধান্ত ঘোষণা করেন কেশব মহন্ত, পীযুষ হাজারিকা ও চন্দ্র মোহন পাটোয়ারী। মহন্ত বলেন,
প্রতিজন মন্ত্রী জেলা সফর করবেন তিন দিনের
মধ্যে মুখ্যমন্ত্রীর কাছে প্রতিবেদন পেশ করবে। কোভিড উদ্ভুত
পরিস্থিতি খারাপ হলে সরকার এক আর্থিক প্যাকেজ
ঘোষণা করবে। প্রতি সপ্তাহে ক্যাবিনেট বৈঠক হবে। সরকার রাজ্যে পূর্ণ লকডাউনের ইঙ্গিত দেন। কাল ডিজিপি এবং মুখ্য সচিব
নতুন এস ও পি সম্পর্কে ঘোষণা করবেন। চন্দ্রমোহন পাটোয়ারী নুমলীগড়ের সরকারের
মালিকানা অংশীদার ২৬ শতাংশ করার কথা জানান।









কোন মন্তব্য নেই