নতুন মুখ্যমন্ত্রী জনতা ভবনে প্রথম কোভিড সংক্রমণ পর্যালোচনা করলেন
নয়া ঠাহর
প্রতিবেদন, গুয়াহাটি : নতুন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা আজ প্রথম সরকারি কার্যালয় জনতা ভবনে বসে রাজ্যের জটিল কোভিড পরিস্থিতি পর্যালোচনা করলেন। কোভিড যুদ্ধের সফল সেনানী আজকের
মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শৰ্মা স্বাস্থ্য বিভাগ,
দুর্যোগ প্রশমন
বিভাগ এবং পুলিশকে যৌথভাবে
এক শক্তিশালী টিম গড়ে রাজ্যের কোভিড পরিস্থিতি মোকাবিলা করার নির্দেশ দেন। তিনি সবকে মানসিকভাবে
কাজ করার জন্যে প্রস্তুত
থাকতে বলেন, কোনোভাবে
ঢিলেমি বরদাস্ত করা হবে না। কোন জেলাতে চিকিৎসা পরিকাঠামো কেমন কি
কি সমস্যা সব খতিয়ে দেখতে জেলাগুলোতে
সফর করার নির্দেশ দেন। তিনি বিশেষ করে কোভিড প্রটোকল মানা হচ্ছে কি-না, মাস্ক পড়ে কি-না, দূরত্ব বিধি মানছে কি-না, ভ্যাকসিন নেওয়ার সময় যাতে সব মানা হয় তা সুনিশ্চিত করতে
বলেন। এই পর্যালোচনা বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত, দুর্যোগ প্রশসন বিভাগের মন্ত্রী যোগেন মোহন, মুখ্যসচিব জিষ্ণু বড়ুয়া, ডিজিপি ভাস্করজ্যোতি মহন্ত, এ ডি জি পি জি পি সিং, মুখ্যমন্ত্রীর মুখ্য
প্রধান সচিব সমীর সিনহা, গুয়াহাটি পুলিশ কমিশনার মুন্না প্রাসাদ গুপ্তা, কামরূপ মেট্রো জেলার
ডেপুটি কমিশনার বিশ্বজিৎ পেগু, স্বাস্থ্য বিভাগের প্রধান সচিব অনুরাগ গোয়েল, দুর্যোগ প্রশমন বিভাগের সচিব অবিনাশ যোশী প্রমুখ উপস্থিত ছিলেন।








কোন মন্তব্য নেই