প্রাক্তন শিক্ষিকা মন্ত্রী পত্নী রশীদা ইসলাম চলে গেলেন
নয়া ঠাহর, গুয়াহাটি : গুয়াহাটি হাতিগাঁওয়ের বকুল বন হাউসিং
কলোনির এক কোনে ১০ নম্বর
গোলাপ, রজনী গন্ধার সুরভিমাখা আবাসের
কর্ত্তা প্রাক্তন মন্ত্রী আমিনুল ইসলাম কোভিড আক্রান্ত হয়ে
গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি থাকার সময়ই তার
পত্নী রশিদা ইসলাম আজ ভোরে চির সঙ্গ ছেড়ে চলে গেলেন। একই হাসপাতালে
কোভিড আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রাক্তন
শিক্ষিকা রশিদা খুবই শান্ত, ঠান্ডা,
প্রকৃতির স্বভাবের ছিলেন। তিনি জোরে কথাবার্তাও
বলতেন না। পরোপকারি,
সমাজসেবি মহিলার মৃত্যুতে কলোনিতে
শোকের ছায়া নেমে এসেছে। প্রাক্তন মন্ত্রী আমিনুল ইসলাম কোভিড পজিটিভ হয়ে
ভর্তি, হয়ে আছেন। তিনি অসুস্থ
অবস্থাতেও পত্নীর খবর নিচ্ছিলেন।।একমাত্র
মেয়ে ঝুমি মা-বাবার খবর
নিচ্ছিল। সে
বড্ড একা হয়ে গেল।আমিনুল বাবু ক্রমশ সুস্থ হয়ে উঠছেন। কুচবিহার তুফানগঞ্জে র বিদ্যাসাগর প্রাইমারি স্কুলে রশিদা ইসলাম বড় সম্মানের সঙ্গে শিক্ষকতা করেছিলেন। তিনি ছিলেন একজন আর্দশ শিক্ষিকা । মানুষ গড়ার কারিগর রশিদা ইসলামের হাতে কুচবিহারের বহু ছাত্র জীবনে প্রতিষ্টা লাভ করে।
কোন মন্তব্য নেই