Header Ads

নজরুল জয়ন্তী পালন বিহাড়ায়

বি.এম.শুক্লবৈদ্য, বিহাড়াঃ করোণার গৃহবন্দি দশায় বাড়ীতেই  বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২২ তম জন্ম জয়ন্তী পালন করলেন বিহাড়ার কলা ও নৃত্য শিল্পী তথা শিল্প নিকেতনের কর্ণধার মাণিক মালাকার। এদিন তিনি নিজ বাসভবনেই আয়োজিত অনুষ্টানে প্রদীপ প্রজ্জ্বলন করে বিদ্রোহী কবির প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পাঞ্জলী নিবেদন করেন। তারপর একটি নজরুল নৃত্য ও একটি নজরুলগীতি পরিবেশন করে কবিকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.