Header Ads

পশ্চিমবঙ্গে মাদ্রাসা শিক্ষার বাজেট ৩৬০০ কোটি, অসমে মাদ্রাসা তুলে দেওয়া হল

কলকাতা : অসমের মুখ্যমন্ত্রী  হিমন্তবিশ্ব শর্মা  মাদ্রাসা  তুলে সরকারি  স্কুলে পরিণত করলেন। অসম সরকারের   স্কুল ড্রেস পড়ে ছাত্রদের  স্কুলে যেতে হবে। তিনি বলেন, সরকারি অর্থে  ধর্ম শিক্ষা দেওয়া হবে না। ওদিকে পশ্চিমবঙ্গে মাদ্রাসার পঠন-পাঠন  উন্নতির জন্য গত  বাজেটে ৩৬০০ কোটি টাকা বরাদ্দ করেছে  বলে জানা গেছে। তিনি অবশ্য  বাজেট  চার হাজার কোটি টাকা থেকে কমিয়েছেন।  গো  সুরক্ষা আইন আনতে চেয়ে  মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক বিতর্কের মুখে পড়লেন। তিনি গতকাল বিধানসভাতে বলেন গো মাতা তারা পূজা করেন। হিন্দু বসতিপূর্ণ এলাকাতে    মদীনা হোটেল করতে দেওয়া হবে না। তিনি  ইঙ্গিত দিলেন   গো মাংস বিক্রি করা যাবে না। মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ কে টার্গেট করলেন। বললেন, পশ্চিমবঙ্গের দিক থেকে আসা গরু   চালান বন্ধ করা হবে। বিধানসভাতে বিজেপি  বিধায়করা  গোবরের গো মূত্রের গুগানও করলেন। বিজেপি   বিধায়ক  মৃনাল হাজারিকা বলেন, পতঞ্জলিতে ১০০ গ্রাম গো মূত্রের দাম নেয় ৪৫ টাকা। বলেন, গোবর   জ্বালানি হিসেবে ব্যবহার হয় গ্যাসের   প্রয়োজন হয় না। গাছ কাটতে হয় না, বাতাসে অক্সিজেনের মাত্রা বাড়ে। তিনি গরু  রপ্তানি বন্ধের দাবি জানান। এআই ইউ ডি এফ বিধায়ক আমিনুল ইসলাম। প্রস্তাবিত আইনের বিরোধিতা করে বলেন,  মানুষের  খাদ্যাভ্যাস  রুচি মৌলিক অধিকারের মধ্যে পড়ে। প্রসঙ্গত পশ্চিমবঙ্গের   উপর দিয়ে হাজার হাজার গরু   অসম  বাংলাদেশ  সীমান্তে   এনে বাংলাদেশে পাচার করা হয়। কোটি কোটি টাকার অবৈধ ব্যবসার সঙ্গে বিভিন্ন সংগঠনরাজনীতিবিদ, পুলিশ, সংবাদমাধ্যমর একাংশের জড়িত থাকার অভিযোগ আছে। এই বৃহৎ চক্র ভাঙতে পারবেন তো নতুন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা?

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.