Header Ads

গুয়াহাটি মহানগরের সুনসান রাজপথে, ঘর বন্দি মানুষ, রাজপথে চিতাবাঘ

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : গুয়াহাটি মহানগরে করোনা সংক্রমণে সবাই ঘর বন্দি, বাইরে লকডাউন কারফিউর  বেড়াজাল, সুনসান রাজপথ, বড় শত্রু মানুষকেই তাদের ভয়। তারা ঘরবন্দি, আর প্রাণের আনন্দে রাজপথ গলি পাহাড় দাপিয়ে বেড়াচ্ছে। একটি নয়  দুটি নয় একাধিক বুনো চিতা মনের  আনন্দে ঘুরে বেড়াচ্ছে।  নীলাচল পাহাড়ের কামাখ্যা  ধাম, আশপাশ পাহাড়ি পথ। তলে রাজপথ সবটাই তাদের  মুক্তাঞ্চল। সাহস করে রাতের দিকে গেলেই  রাস্তা অতিক্রম করতে  দেখা যাবে মুখে মাস্ক না পড়া  চার পায়ের হলুদ কালো মুখগুলিকে। যারা  গুয়াহাটির আশপাশে ১৮টি পাহাড়  বনাঞ্চলের সম্পদ। বন  বিভাগের এক সার্ভেতে বলা হয়েছিল প্রায় ৩৫টি চিতা বাঘ আছে এই সব অঞ্চলে।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.