মুখ্যমন্ত্রী আজ আমিগাঁওয়ে অক্সিজেন এক্সপ্রেসকে গ্রহণ করেন
নয়া
ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব
শর্মা আজ আমিনগাঁওয়ে ইনল্যান্ড কন্টেনার ডিপোতে
ঝাড়খন্ড থেকে আসা ৮০ মেট্রিক
টনের অক্সিজেন এক্সপ্রেসের চার বগি আনুষ্ঠিকভাবে
গ্রহণ করেন। তিনি বলেন, সপ্তাহে দুটি করে অক্সিজেন
এক্সপ্রেস আসবে। ১৬০ মেট্রিক
টন। এই বাড়তি অক্সিজেন নাগাল্যান্ডে, মিজোরাম, অরুণাচল, ত্রিপুরা, মেঘালয়, মনিপুরের প্রয়োজন মেটাতে
দেওয়া হবে। রাজ্যের করোনা পরিস্থিতি সন্তোষ
জনক। তিনি বলেন, মানুষ যদি ১৫ দিন
লকডাউন কারফিউ ঠিক মত মানে তবে অসম অতিমারীকে জয় করতে
পারবে। তিনি জানান, প্রতিদিন ২ লাখ কোভিড টেস্ট
করার চেষ্টা হচ্ছে। তিনি আজ প্রধানমন্ত্রী এবং রেল মন্ত্রীকে
অভিনন্দন জ্ঞাপন করেন।









কোন মন্তব্য নেই