কার্বিয়ালঙ এ ৬ ডি এন এল জঙ্গি খতম, শান্তি আলোচনা
অমল গুপ্ত, গুয়াহাটি : কার্বিয়ানলঙের জঙ্গি সংগঠন ডি এন এল এর ৬ জঙ্গি আজ নিরপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছে। ২ জন আহত হয়েছে। তাদের কাছ থেকে এক কে ৪৭ থেকে শুরু করে বেশ কয়েকটি মারণাস্ত্র উদ্ধার করা হয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা আজ জানান এই জঙ্গি সংগঠনটি প্রায় নিঃশেষ হয়ে যাবে। মুখ্যমন্ত্রী আজ রাতুল শইকিয়াকে ছেড়ে দেওয়ায় আলফা স্বাধীন কমান্ডার পরেশ বড়ুয়াকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, অসমে শান্তিপ্রিয় মানুষ হিংসা হত্যা অপহরণ চায় না।
এই সবের
পরিসমাপ্তি হোক অসমের সার্বিক উন্নয়নের লক্ষ্যে আলফা সমাজের মূল স্রোতে
ফিরে আসুক। এদিকে মাজুলির দক্ষিণ পাট সত্ৰের প্রধান ননী গোপাল দেব গোস্বামী আজ মুখ্য মন্ত্রী, প্রধানমন্ত্রী, আলফা, সব জনপ্রতিনিধি
সবকে চিঠি দিয়ে কাতর আবেদন জানিয়েছেন রাজ্যে আলোচনার এক সুযোগ সৃষ্টি হয়েছে তাকে ব্যবহার করা হোক।
তার আবেদন ক্যাবিক বিলাস ছেড়ে সততার সঙ্গে এই আলোচনায় সহযোগিতা করুন সবাই। রাজ্যের
হিংসা হত্যা বন্ধ হোক। অসমের সার্বিক উন্নয়ন তরান্বিত হোক।









কোন মন্তব্য নেই