Header Ads

পাঁচগ্রামের কাছাড় কাগজ কলের জমিতে ১৪৪ ধারা জারি করলেন হাইলাকান্দির জেলা ম্যাজিস্ট্রেট

নয়া ঠাহর প্রতিবেদন, বদরপুর : পাঁচগ্রামের কাছাড় কাগজ কলের জমিতে ১৪৪ ধারা জারি করলেন হাইলাকান্দির জেলা ম্যাজিস্ট্রেট। এই জমিতে কোন অকর্তৃত্বপ্রাপ্ত ব্যক্তির প্রবেশ এবং চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছেন।কাগজ কলের নির্ধারিত জমি বেদখল হওয়ার সম্ভাবনার পরিপ্রেক্ষিতে জেলা ম্যাজিস্ট্রেট রোহন কুমার ঝা হিন্দুস্তান পেপার কর্পোরেশনের এই জমিটি সংরক্ষণের জন্য মঙ্গলবার ফৌজদারি দণ্ডবিধির ১৪৪ ধারার অধীনে এক আদেশ জারি করেছেন। এতে বলা হয়েছে যে, এই জমির অভ্যন্তরে কোন ব্যক্তি প্রবেশ করতে পারবেন না। উল্লেখ্য,কাগজ কলটির উৎপাদন দীর্ঘদিন দিন থেকে বন্ধ রয়েছে। এই আদেশে কাগজ কলটির জমির অবস্থান অক্ষুণ্ণ রাখতে পুলিশকে বলা হয়েছে বলে জানানো হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.