Header Ads

বদরপুরের পরাজয় দুঃখজনক :বিশ্বরূপ ভট্টাচার্য

সুব্রত দাস, বদরপুর : বদরপুর সমষ্টির একান্ন হাজার ভোটার আমাকে ভোট দিয়েছেন। এদের স্বার্থ সুরক্ষার পাশে থাকবো। এই মন্তব্য করেন বদরপুর আসনের বিজেপির পরাজিত প্রার্থী বিশ্বরূপ ভট্টাচার্য। এক সাংবাদিক সম্মেলনে বিশ্বরূপ ভট্টাচার্য বলেন,বদরপুর আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়াল,নেডার আহ্বায়ক মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা,প্রদেশ বিজেপির সভাপতি রঞ্জিত কুমার দাস,সাংসদ রাজদীপ রায় তাকে বদরপুর আসনে প্রতিদ্বিন্দিতা করার জন্য টিকিট দিয়েছেন। তারা সহ বদরপুর সমষ্টির বিজেপি নেতা কর্মীরা তাকে যথেষ্ট সাহায্যে করেছেন। গত পাঁচ বছর তিনি বদরপুর বাসীর উন্নয়নে কাজ করেছেন ।কাজের নিরীক্ষণে তিনি জয়ী হওয়ার কথা। তার পরও কৌমের দোহাইয়ে জয়ী হতে পারেন নি। প্রায় ষোল হাজার ভোটের ব্যবধানে জয়ী হন এআইইউডিএফ প্রার্থী আব্দুল আজিজ। তিনটি কেন্দ্রের ভোট গণনা হয়নি।প্রায় একান্ন হাজার ভোট পান তিনি বলেন বিজেপি প্রার্থী বিশ্বরূপ ভট্টাচার্য। বদরপুর সমষ্টিতে ষাট হাজার হিন্দু ভোট। মুসলিম ভোট এক লক্ষ সাত হাজার। এর মধ্যে তিনি যে ভোট পেয়েছেন তাতেই খুশি। বিশ্বরূপ ভট্টাচার্য বলেন,প্রধান মন্ত্রীর সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাসের সমস্ত সুবিধা পেয়েছেন সমষ্টির উভয় সম্প্রদাযের মানুষ। সুবিধা নিয়েছেন কিন্তু ভোটের বেলায় একটি সম্প্রদায় কৌমের দোহাইয়ে পড়ে বিজেপিকে ভোট দেয়নি। খেতে অসুবিধে নেই,দিতে অসুবিধা ! রাস্তা ঘাট,বিদ্যুত,অরুণোদয়,ফ্রী চাল,কিষান লোন,গ্যাস সহ সমস্ত সুবিধা নিয়েছেন।অসুবিধা শুধু ভোট দানের বেলায়। বিশ্বরূপ ভট্টাচার্য বলেন,বদরপুরে দ্বিমুখী লডাই হবে তিনি জানতেন কিন্তু বিজেপি সরকারের দেওয়া সমস্ত সুবিধা নিয়ে এমন বিশ্বাসঘাতকতা করা হবে,একথা তিনি ভাবতে পারেন নি। যদিও বরাকে ফলাফল ভালো না হলেও রাজ্যবাসী বিজেপির পাশেই থেকেছেন। বদরপুর আসনে কোন দিনও বিজেপির জয় হয়নি,এবার সরকারের কাজে বদরপুর আসনে জয়ের আশা ছিল। তাও হয়নি। বিশ্বরূপ বাবু নির্বাচিত বিধায়ক আব্দুল আজিজ কে উদ্দেশ্য করে বলেন,সরকারি সমস্ত প্রকল্পের কাজ নিরপেক্ষ ভাবে করতে হবে। এক তরফা কাজ করা চলবে না। উভয় সম্প্রদায়কে সমান গুরুত্ব দিতে হবে। নয়তো তিনি রুখে দাড়াবেন। উন্নত মানের শিক্ষার জন্য প্রচেষ্টা চালাতে হবে। এক্ষেত্রে তিনিও নবনির্বাচিত বিধায়ক আজিজকে সহযোগিতা করবেন। তিনি হুমকি দিয়ে বলেন,অবৈধ কয়লা ব্যবসা,বার্মিজ সুপারী,সিগারেট,লাইম স্টোন গরু ব্যবসা আর চলবেনা ।মুখ্য মন্ত্রীর সঙ্গে আলোচনা করে রাস্তায় দাড়িয়ে এসব অবৈধ গাড়ি তিনি আটকাবেন। বিজেপি সরকারের আমলে দু-নম্বরী ব্যবসা করে আবার বিজেপিকে হারানোর জন্য বিরোধী দল কে ডনেশন দেবেন। এটা কোন ভাবেও তিনি মেনে নেবেননা। এতে দলের কেউ জড়িত থাকলেও তিনি রেহাই দেবেননা বলে মন্তব্য করেন বিশ্বরূপ ভট্টাচার্য। তিনি তার ভোটার দের সুখ-দুঃখে পাশে থাকবেন বলে জানান এবং তাদের উন্নয়নে কাজ করে যাবেন। উনাকে যে সব ভোটার ভোট দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।সাংবাদিকদের সঙ্গে আলোচনার সময় বদরপুর যুব মোর্চার মণ্ডল সভাপতি আশিস দাস,এসসি মোর্চার মিঠুন শুক্লবৈদ্য,সুরজ সুত্রধর প্রমুখ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.