অসমের মুখ্যমন্ত্রী নির্বাচন করবেন বিধায়কগণ
নয়া ঠাহর প্রতিবেদন, নতুন দিল্লী : কে হবে আসামের মুখ্যমন্ত্রী তা নিয়ে জল্পনা তুঙ্গে। আসামের নির্বাচনপর্ব ফলাফল শেষ হল কয়েকদিন হয়ে গেছে কিন্তু মুখ্যমন্ত্রীর কোন সিদ্ধান্ত হল না। বিজেপি কেন্দ্রীয় কমিটি আজও সিদ্ধান্ত নিতে পারে নাই। দিল্লিতে সর্বানন্দ সানোয়াল ও হিমন্ত বিশ্ব শর্মাকে তলব করে আজ বিজেপি সভাপতি জে পি নাড্ডা তার বাসভবনে প্রথমে হিমন্ত বিশ্ব শর্মাকে ডেকে পাঠান। তারপর সর্বানন্দ সানোয়ালকে ডাকেন। তবে কোন ফল প্রকাশ হল না। কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমর পর্যবেক্ষক হিসেবে গুয়াহাটি এসে বিজেপি বিধান পরিষদীয় দলের বৈঠকে নেতার নাম ঘোষণা করবেন। সব দলীয় বিধায়কের মতামত গ্রহণ করা হবে বলে বিজেপি এক বিশেষ সূত্রে জানা গেছে।









কোন মন্তব্য নেই