করোনায় মৃতদের সৎকারে এগিয়ে আসবে বদরপুর প্রেস ক্লাব
সুব্রত দাস, বদরপুর : কোভিড আক্রান্ত ব্যক্তির মরদেহ সৎকার করতে গিয়ে সমস্যার মুখোমুখি হওয়ার ঘটনা প্রকাশ্যে এসেছে। শ্মশান কিংবা কবরস্থানের ব্যবস্থা হচ্ছে না,পাড়াপড়শি সহযোগিতা করছেন না।
আগামীতে বদরপুরে এরকম কোনও পরিস্থিতি তৈরি হলে মৃতদেহের দাহকার্য কিংবা করবস্থ করার ব্যাপারে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে বদরপুর প্রেস ক্লাব। প্রেস ক্লাবের আয়োজিত ইফতার মহফিলের শেষে অনুষ্ঠিত এক সভায় সদস্যরা এ মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেন। প্রেস ক্লাবের পক্ষ থেকে ইতিমধ্যে বদরপুরের সার্কল অফিসারের সঙ্গে এই বিষয়ে আলোচনাও হয়েছে। কোভিড প্রটোকল অনুসরণ করে বদরপুর প্রেস ক্লাব পবিত্র ইফতার মহফিল আয়োজন করে। এর শুরুতে মানবজাতির কল্যাণে বিশেষ প্রার্থনা করেন ক্লাবের সদস্য হাফিজ সাইদুল ইসলাম। গত বছর করোনার সময় সচেতনতা অভিযান চালানো সহ ত্রাণসামগ্রী,মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করেছিল প্রেস ক্লাব। এবারও একই ধরনের পদক্ষেপ গ্রহণ করে কাজে ঝাঁপিয়ে পড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।করোনার থাবায় ইতিমধ্যে ভারতে প্রায় ৫৫ জন সংবাদকর্মী পরলোক গমন করেছেন। তাদের আত্মার চির শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়া শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়েছে। বদরপুর প্রেস ক্লাবের সভাপতি সহিরুল ইসলাম বকুল, সহসভাপতি যীশু শুক্লবৈদ্য, কোষাধ্যক্ষ সেলিম আহমদ সহ বুধবারের ইফতার মহফিলে ক্লাবের সদস্য এবং সীমিত সংখ্যক অতিথি উপস্থিত ছিলেন। এর মধ্যে ছিলেন পিন্টু শুক্লবৈদ্য,
রাজ আদিত্য দাস, শরিফ উদ্দিন,দিদারুল হক মুন্না,ইমদাদুর রহমান,শাফাতুল ইসলাম সহ আরও কয়েকজন।









কোন মন্তব্য নেই