ভ্যাকসিনের অপচয় বন্ধ করুন : প্রধানমন্ত্রীর বার্তা, মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া আলফার
অমল গুপ্ত, গুয়াহাটি : দেশে আজ চারদিন ধরে মোট আক্রান্তের সংখ্যা নিম্নমুখী। ২৪ ঘন্টায় ২ লাখ ৬৩ হাজার। তিন লাখ থেকে কমেছে। তবে মৃত্যুর হার কমেনি, ৪ হাজার ৩২৯ জনের মৃত্যু হয়েছে। পশ্চিমবঙ্গে, অসমে সংক্রমণের হার কমেনি। অসমে ২৪ ঘন্টায় ৬৩৯২ জন আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৯২ জন। পশ্চিমবঙ্গে ২০ হাজার ছাড়িয়ে গেছে। মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা আজ তেজপুর পুরে বলেন, ২৪ ঘন্টার মধ্যে মাত্র ৬ ঘন্টা খোলা, আর ফুল লকডাউনের প্রয়োজন নেই। তবে কোভিড নিয়ন্ত্রনে আগামী শুক্রুবার থেকে আর্ন্তজেলা যাতায়াত বন্ধ করা হবে। ১৫ দিন এই বন্ধ থাকবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন অসমে অক্সিজেনের অভাব নেই। তিনি বলেন, অসমে প্রয়োজন ৭০ মেট্রিক টন অক্সিজেন উৎপাদন হচ্ছে ৮০ এম টি অক্সিজেন। তিনি আজ জানান, রাতেও সিনিয়র ডাক্তারদের কোভিড হাসপাতালে থাকতে হবে। জেলার অফিসারদেরও রাতে হাসপাতাল পরিদর্শন করতে হবে। বলেন, রাত দুটোতে তিনি ভিডিও কনফারেন্সে কোভিড পরিস্থিতি খবর নেবেন। স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত আজ শিলচর, সাংবাদিক সম্মেলনে জানান শিলচর মেডিক্যাল কলেজে
অক্সিজেন বেড আই সি ইউ সহ ৪৬০ টি
বেডের ব্যবস্থা করা হবে। সাংবাদিক সম্মেলনে
সাংসদ ডাক্তার রাজদীপ রায়, মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য প্রমুখ
উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী আজ
আলফার দ্বারা অপহৃত ও এন জি
সির অফিসার রিতুল সইকিয়া র বাড়িতে যান অফিসারের শিশু সন্তানকে
কোলে নিয়ে মা বাবাকে
আশ্বাস দেন তাদের ছেলেকে নিরাপদে ফিরিয়ে আনার সব ব্যবস্থা করা হবে। মুখ্যমন্ত্রী আজ আবার
আলফার স্বঘোষিত কমান্ডার ইন চিফ পরেশ বড়ুয়াকে
অসমের বৃহত্তর স্বার্থে আলোচনার টেবিলে
বসার আহ্বান জানান। আলফা প্রধান বড়ুয়া আজ টি
ভি চ্যানেল নিউজ
লাইফকের সঙ্গে কথা বলে মুখ্যমন্ত্রী
হিমন্ত বিশ্ব শর্মার ইতিবাচক ভূমিকাতে সন্তোষ প্রকাশ করে বলেন, তাদের আলোচনা
বসতে আপত্তি নেই। তবে দিল্লিকে
বোঝানোর ক্ষমতা থাকতে হবে। মুখ্যমন্ত্রী বলেছেন, অসমের মানুষ আর রক্তপাত
হিংসা চাই না। আলফা আলোচনার টেবিলে এলে অসমে এক নতুন
দিগন্তের সূচনা হবে। প্রধানমন্ত্রী আজ দেশের কয়েকজন মুখ্যমন্ত্রী ,স্বাস্থ্য মন্ত্রী ও ডেপুটি কমিশনারদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কোভিড
পরিস্থিতির খবর নেন। গুজবে কান না দেওয়ার আহবান জানান। বলেন,
ভ্যাকসিন যেন সঠিক ব্যবহার হয়। এদিকে, আজ আই সি এম আর কোভিড
রুগীর ক্ষেত্রে প্লাজমা থেরাপি ব্যবহার নিষিদ্ধ
করেছে। অসমে আজ
মারাত্মক এক ব্ল্যাক ফ্যাঙ্গাস সংক্রমণে আক্রান্ত
কোভিড রুগীর সন্ধান পাওয়া গেছে। এই রোগ চোখ ও নাকে সংক্রমিত
হয়। মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা আজ মেঘলয়ের
মুখ্যমন্ত্রী কর্নাদ সাংমার
সঙ্গে ভিডিও কনফারেন্স দুই রাজ্যের সহযোগিতা
নিয়ে আলোচনা হয়। অসম ১০০ ডোজ
কভ্যাক্সিন টিকা দেবে পরিবর্তে মেঘালয় অসমকে ১০০ ডোজ
কোভিশিল্ড দেবে। বরাকের মানুষ মেঘলয়ের উপর দিয়ে শিলচর
যাতায়াত করতে নানা অসুবিধার সম্মুখীন
হয় তা দূর করার অনুরোধ করেন মুখ্যমন্ত্রী শর্মা।










কোন মন্তব্য নেই