Header Ads

করোনা সংক্রমণের সময় উচ্ছেদ অভিযান, অমানবিক : বিধায়ক আমিনুল

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : শণিতপুর জেলার জামুগুরিহাটে পরিত্যক্ত সরকারি জমিতে বন্যাদুর্গত সংখ্যালঘু মানুষগুলোকে উচ্ছেদ করেছে পুলিশ। আজ ধিঙের  এ আই ইউ ডি এফ  বিধায়ক আমিনুল ইসলাম এক   বিবৃতিতে  বলেছেননদী ভাঙ্গনের ফলে গৃহহীন ছিন্নমূল  গরিব সংখ্যালঘু জনগোষ্ঠীর মানুষগুলো উপায়হীন হয়ে  বসবাস করতে বাধ্য  হয়েছিল। রাজ্যে করোনা  সংক্রমণ চলছে  এই জটিল সময়ে উচ্ছেদ, অমানবিক, তিনি বলেন, সরকার বিকল্প ব্যবস্থা করে  দিলে কেউ সরকারি জমিতে বসবাস করতো না। 


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.