Header Ads

অসম সরকার অক্সিজেন প্ল্যান্ট গড়তে 100 শতাংশ বিনা মূল্যে বিদ্যুত দেবে

নয়া ঠাহর ,গুয়াহাটি,:     অসম সরকার কোভিড উদ্ভুত জটিল পরিস্থিতিতে   অক্সিজেন প্ল্যান্ট গড়তে 100 শতাংশ বিনামূল্যে বিদ্যুত সরবরাহ করবে। যে  কোন   ব্যবসায়ী এই সুযোগ নিতে পারে। আজ বিজেপি সরকারের দ্বিতীয় ক্যাবিনেট কমিটির বৈঠকে  মুখ্যমন্ত্রী  হিমন্ত বিশ্ব শর্মার অধ্যক্ষতায় এই  গুরুত্বপূর্ণ প্রস্তাব গ্রহণ করা হয়। নতুন করে নির্মাণ করলে এই বিনামূল্যে বিদ্যুত দেওয়া হবে।বন্ধ হয়ে থাকা অক্সিজেন প্ল্যান্টএবং  সম্প্রসারণ  করতে  ইচ্ছুক অক্সিজেন প্ল্যান্ট এর মালিক কেও 100 শতাংশ  হারে বিনামূল্যে বিদ্যুত প্রদান করা হবে। যারা ইতিমধ্যে  অক্সিজেন উৎপাদন করছে সেই অক্সিজেন প্ল্যান্ট কেও 20 শতাংশ বিদ্যুত বিনা মূল্যে দেওয়া হবে।  1এপ্রিল 2021 থেকে 31 মার্চ 2022 সাল পর্যন্ত এই সুযোগে দেওয়া হবে। এছাড়াও বিটিআর,কার্বি,  ডিমাসা স্বশাসিত জেলা পরিষদের সি ই এম দের ক্যাবিনেট মন্ত্রীর  সম মর্য্যাদা প্রদান করা হবে। আইনজীবী দেবজিৎ  সইকিয়া কে রাজ্যের এডভোকেট জেনেরাল হিসাবে  নিয়োগ করার প্রস্তাব গৃহীত  হয়েছে আজকের ক্যাবিনেট। প্রতি বুধবার ক্যাবিনেট  বসবে।জেলার দায়িত্য প্রাপ্ত মন্ত্রীদের  তত্ত্ববধায়ক  না বলে অভিভাবক মন্ত্রী বলা হবে বলেও প্রস্তাব গ্রহণ করা হয়েছে।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.