Header Ads

মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন, অসমে হিমন্তবিশ্ব শর্মাকে মুখ্যমন্ত্রী পদে বসানোর চেষ্টা

অমল গুপ্ত, গুয়াহাটি : পশ্চিমবঙ্গে তৃতীয়বারের মুখ্যমন্ত্রী  হিসাবে মমতা  বন্দ্যোপাধ্যায়  শপথ গ্রহণ করবেন। তৃণমূল কংগ্রেস  দল ২০০টির বেশি আসনে জয়লাভ করে   সরকার গড়বে। আজ রাজ্যপাল জগদীপ ধনকরের সঙ্গে  দেখা করে সংবিধান অনুযায়ী পদ ত্যাগ করে নতুন মন্ত্রিসভার তালিকা পেশ করেন। আগামী বুধবার  মুখ্যমন্ত্রী সহ দুজন শপথ নেবেন বলে জানা গেছে। পশ্চিমবঙ্গে ভোট মিটলেও  রাজনৈতিক  সংঘর্ষে  জেলায়  জেলায়  পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। বিজেপি  সভাপতি দিলীপ ঘোষ অভিযোগ করেছেন, জেলাগুলিতে  বিজেপি  সমর্থকদের  হাজার খানিক ঘর-বাড়ি ভেঙে ফেলা হয়েছে ৬ জনকে হত্যা করা হয়েছে  রাজ্যপাল জগদীপ ধনকর ডিজিপিকে তলব করে অবিলম্বে  জরুরি পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন। পশ্চিমবঙ্গে ভ্যাকসিনের অভাব চলছে। মমতা কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার  অভিযোগ তুলে বলেন, দেশের ৩/৪টি রাজ্যকে  

ভ্যাকসিন  দিয়েছে। করোনা সংক্রমণ বেড়েই চলেছে। এক দিনে ১৭ হাজার  ছাড়িয়ে গেছে। অসমে করোনা  সংক্রমণ কুমার লক্ষ্মণ নেই। রবিবার ৩০ জন  মারা গেছে। আক্রান্ত হয়েছে ২ হাজার ৫০০ মত। এর মধ্যে অসমে বিজেপি  দলের কে   নেতা হবে, কে মুখ্যমন্ত্রী পদে বসবে  তা নিয়ে জোর লবি চলছে। স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব  শর্মার  দিকে  পাল্লা ভারী। মুখ্যমন্ত্রী  সর্বানন্দ  সনোয়ালের পক্ষ ও হাত গুটিয়ে বসে নেই।  বিজেপি  সভাপতি রঞ্জিত দাস বলেন, বিজেপি  সংসদীয় কমিটি এক পর্যবেক্ষককে অসমে পাঠাবে এখানে এসে  সবার সঙ্গে কথা বলে সংসদীয় কমিটির কাছে  প্রতিবেদন পেশ করবে।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.