Header Ads

জুলাই পর্যন্ত পর্যাপ্ত ভ্যাকসিন পাওয়া যাবে না জানিয়েদিল সেরাম প্রধান আদর পুনাওয়ালা

দিল্লি :  গত ১ মে থেকে দেশ জুড়ে ১৮ থেকে ৪৫ বছর পর্যন্ত বয়সীদের ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে।  দেশের অন্যতম  বৃহত্তম ভ্যাকসিন কোভিশিল্ড প্রস্তুতকারী সেরাম ইনস্টিটিউটের  সি ই ও  আদর পুনাওয়ালা  এক সংবাদ সংস্থাকে জানিয়েদিলেন  জুলাই মাসের আগে উৎপাদন বাড়ানো যাবে না। গতকালই তিনি  ব্রিটেন যাবার আগে বিষ্ফোরক অভিযোগ করে বলছিলেন দেশের ক্ষমতাশালী রাজনীতিবিদরা তাকে হুমকি দিচ্ছে  দ্রুত ভ্যাকসিন  সরবরাহ করার জন্যে। দেশের কোভিড পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। গত ২৪ ঘন্টায় দেশে ৩ লাখ ৬৮ হাজার ১৪৭ জন আক্রান্ত হয়েছে। এইসময়ে মৃত্যু হয়েছে তিন হাজার ৪১৭ জন। দেশে এপর্যন্ত মারা গেছেন ২ লাখ ১৮ হাজার ৯৫৯ জন। দেশে সংক্রমণের হার সামান্য কমলেও মৃত্যুর সংখ্যা বাড়ছে।  দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট  কেন্দ্রীয় সরকারকে কোভিড সংক্রমণ নিয়ে  প্রতিষেধক রেমডিসিভি, অক্সিজেন, হাসপাতাল, আই সি ইউ প্রভৃতি ক্ষেত্রে  কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার সরকারগুলোর ব্যর্থতা, পাশাপাশি মৃত্যু মিছিল সব ক্ষেত্রে সুপ্রিম কোর্ট তোপ দেগেছে।  কোভিড আক্রান্ত রাজ্যগুলোর সঙ্গে পারস্পরিক  সম্পর্ক রেখে  করোনা  সংক্রমণ নিয়ে এক যৌথ নীতি তৈরির নির্দেশ দিয়েছেন।  কোভিড মৃত্যু মিছিলে যোগ হয়েছে  কর্ণাটকের চামারাজনগরের  এক কোভিড হাসপাতালে ২৪ জন  অক্সিজেনের  অভাবে প্রাণ হারিয়েছেন  সংবাদ সন্থা  জানিয়েছে। কর্তৃপক্ষ অবশ্য  এই ঘটনা স্বীকার করতে চায়নি। সব থেকে খারাপ অবস্থা দিল্লির, সেখানে  ডাক্তার  বিবেক  রাই  চোখের  সামনে একের  পর এক রোগীর  মৃত্যু  দেখে  আত্মঘাতি হন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.