Header Ads

এন আর সি কর্তৃপক্ষই জানিয়ে দিল চূড়ান্ত তালিকা ভুলে ভরা

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : এন আর সি  কর্তৃপক্ষ ২০১৯ সালের ৩১ আগস্ট ১৯ লাখ মানুষের নাম বাদ  দিয়ে তালিকা প্রকাশ করেছিলেন। সেই সময় সমন্বয়কর দায়িত্বে ছিলেন প্রতীক হাজেলা। এবার হিমন্তবিশ্ব শর্মা  ক্ষমতায় বসেই  জানিয়ে দিলেন এন আর সি তালিকা ভুলে ভরা, তিনি সীমান্ত জেলায় ২০ ও অন্যান্য এলাকাতে ১০ শতাংশ রি ভেরিফিকেশনর নির্দেশ  দেবেন। ঘোষণার এক সপ্তাহ কাটলো না, সমন্বয়ক হিতেশ দেব শর্মা সুপ্রিমকোর্টকে ১১৮ পৃষ্টার প্রতিবেদন পেশ করে বিস্ফোরক অভিযোগ  করেন। তিনি  প্রতিবেদনে বলেছেন, বাঘবর, কলাগাছিয়া, দলগাঁও তিনটি সেবা কেন্দ্রের ২৩৪৬ টি  লিগাসি কোড পরীক্ষা করা হয়েছিল। সেখানে ভুয়ো কোড ব্যবহার করে ৯৪৩ জনের নাম তালিকাতে অর্ন্তভুক্ত করা হয়েছে। ডি ভোটার  ও বিদেশি ট্রাইব্যুনালে  চলা মামলায় জড়িতদের নাম অন্তভুক্ত হয়েছে। প্রায় ৫০ হাজার মানুষের নথি দেখে প্রমাণিত হয়েছে তারা বৈধ ভারতীয় নাগরিক কিন্তু তাদের নাম বাদ পড়েছে। এই ভুলে ভরা তালিকাকে সমর্থন করে প্রতীক হাজেলা সুপ্রিমকোর্টকে জানিয়েছিলেন, ২৭ শতাংশ  রিভেরিফিকেশন হয়ে গেছে আর দরকার নেই। অসমে জাতীয় নাগরিকপঞ্জি বা এন আর সি রূপায়ণ করতে ১৬০০ কোটি টাকা ব্যয় হয়েছিল। ৫৫ হাজার সরকারি কর্মচারী তিন বছর থেকে এই কাজ করেছিল। এখন তালিকা  বাতিল  করে  রি-ভেরি ফিকেশনের   আর্জি  জানানো হল। অপরদিকে,   নাগরিকত্ব সংশোধিত আইন টি এখন   কার্য্যকরি করা হবে না বলে  কেন্দ্র জানিয়ে দিয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.