Header Ads

রাশিয়ার স্পুটনিক ভি কোভিড ভ্যাকসিন দেওয়া শুরু হলো

অমল গুপ্ত, গুয়াহাটি : দেশের ১৪০ কোটি মানুষকে  কোভিড ভ্যাকসিন  দেওয়া সম্ভব নয়। আজও দেশের ১০ শতাংশ মানুষও  ভ্যাকসিন পায়নি। ১৮ থেকে ৪৪ বছর বয়সের মানুষকে মে থেকে ভ্যাকসিন দেওয়ার  কেন্দ্রীয় কর্মসূচি হাতে নেওয়া হয়েছিল, তা কার্যত   ব্যর্থ হয়েছে। দেশের রাজধানী দিল্লি,  দেশের বানিজ্য নগরী  মুম্বাই  এই কর্মসূচি মুখ থুবড়ে পড়েছে। পশ্চিমবঙ্গে ও অসমের অবস্থা অপেক্ষাকৃত ভালো। এর মধ্যে ভালো খবর রাশিয়ার  কোভিড ভ্যাকসিন মে  তারিখে  হায়দরাবাদের বিমান বন্দরে কার্গো ভরা স্পুটনিক ভি এসেছিল। এই মাস থেকেই বাজারে আসবে। নীতি আয়োগের স্বাস্থ্য সংক্রান্ত সদস্য ডাক্তার ভি কে  পাল জানান, জুলাই মাস থেকে এই ভ্যাকসিন  উৎপাদিত হবে ডিসেম্বরের মধ্যে ২১৬ কোটি ডোজ উৎপাদিত হবে। রাশিয়ার গামালিয়া রিসার্চ ইনস্টিটিউট অফ এপি ডেমিলজি অ্যাণ্ড মাইক্রোবায়োলজি থেকে  এই ভ্যাকসিন উৎপাদিত হচ্ছে। ওপরদিকে, কভ্যাক্সিন প্রস্তুতকারী  ভারত বায়োটেক  কোম্পানি  তাদের গোপন ফর্মুলা অন্য কোম্পানিকে শেয়ার করতে রাজি হয়েছে। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী  সত্যেন্দ্র  জৈন এবং কেন্দ্রীয় সাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনের সঙ্গে  ভারত বায়োটেক কোম্পানির আলোচনা ক্রমে এই কোম্পানি অন্যকে ফর্মুলা দিতে রাজি হয়েছে। দেশে এপর্যন্ত ১৭ কোটি ৯২ লাখ ৯৮ হাজারকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।  অন্তত ৩০ কোটি মানুষকে তা দেওয়া হলে দেশে এন্টিবডি তৈরি হল।  সংক্রমণের প্রকোপ কিছুটা হলেও হ্রাস পেত বলে বিশেজ্ঞদের অভিমত। আজ পর্যন্ত দেশে ২৪ ঘন্টায় হাজারের বেশি মানুষ মারা গেছে। আরগ্যের হার ৮৩.২ শতাংশ। কেরালা ওড়িশা, পঞ্জাব, হিমাচলপ্রদেশ, পশ্চিমবঙ্গ, অসম, তামিনাড়ু, পন্ডিচেরি, মণিপুর এই টি রাজ্যে  সংক্রমণ বাড়ছে। ছাত্রিশগরে, মধ্যপ্রদেশ, ঝাড়খন্ড, গোয়া, চন্ডীগর, উত্তরা খন্ড, জম্মু-কাশ্মীর লাডাক একিছুটা কম  বলে দাবি করেছে জাতীয় সংবাদপত্রগুলি। করোনা  আক্রান্ত গলা-পচা মৃতদেহ বিহার, উত্তরপ্রেদেশের গঙ্গায় ভেসে আসছে। উত্তরপ্রদেশের হামিরপুর  বিহারের বক্সারে গঙ্গায় ভেসে আসছে পশ্চিমবঙ্গে। গঙ্গায় ভেসে এলে তা  তুলে সৎকার করার নির্দেশ দিয়েছে। জীবাণুমুক্ত করে মাটির পাঁচ ফুট গভীরে সম্মানজনকভাবে পুঁতে দেবার নির্দেশ দিয়েছে সরকার। অক্সিজেনের  প্রচন্ড অভাবের মধ্যে গোয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ৭৫ জন মারা গেছে। মুম্বাই হাই কোর্ট অক্সিজেন  সংকটে তীব্র প্রতিক্রিয়া  ব্যক্ত করেছেন। উত্তরপ্রদেশের অবস্থা ভয়ানক খারাপ। সেখানে  সরকারি  হেনস্থার অভিযোগে ১৬ জন ডাক্তার পদত্যাগ করেছেন। কোভিড পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের প্রায় ১০ কোটি কৃষককের ব্যাংক একাউন্টে  প্রতি মাসে হাজার করে টাকা দেওয়ার প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি  প্রকল্পের  সূচনা করেন। প্রায় ২০ হাজার কোটি টাকা বন্টন করা হয়। পশ্চিমবঙ্গের কৃষকরাও এই সুবিধা পাবে বলে জানা গেছে। অসমে স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত ঘোষনা করেছেন, অসমে   ক্যান্টনমেন্ট জোনের দারিদ্র সীমার তলের মানুষকে হাজার করে টাকার খাদ্য  সামগ্রী দেওয়া হবে। বলেন, প্রতিদিন এক লাখ কোভিড টেস্ট করা হবে এবং এক লাখ মানুষকে প্রতিদিন ভ্যাকসিন দেওয়ার চেষ্টা চলছে। এখন পর্যন্ত রাজ্যে নতুন করে ৬০০০  জন আক্রান্ত  হয়েছে। প্রায় ৯০জন মারা গেছে। পশ্চিমবঙ্গে নতুন করে প্রায়  ২০ হাজার আক্রান্ত হয়েছে। ২৪ ঘন্টায় ১৩৫ জনের মৃত্যু হয়েছে। দেশে আক্রান্তের সংখ্যা ,৩৩,৪০,৯৩৯ জন। ২৪ ঘন্টায় আক্রান্ত  প্রায় সাড়ে তিন লাখ। এই সময়ে মৃত্যু হাজার ২০৮ জন। পশ্চিমবঙ্গে মোট আক্রান্ত ১০,৫৩,১১৮ জন। মোট মৃত্যু ১২ হাজার ৭২৯ জন। আগামী ২০ মে প্রধানমন্ত্রী দেশের  জেলার ডেপুটি কমিশনারদের সঙ্গে  ভিডিও  কনফারেন্স করবেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন, যুক্তরাষ্ট্র ব্যবস্থায় দেশের প্রধানমন্ত্রী মূখ্যমন্ত্রীদের বাদ দিয়ে কোভিডসৃষ্ট পরিস্থিতি নিয়ে কথা বলতে পারেন কি-না। রাশিয়ার ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের অংশীদার হায়দরাবাদের ডাক্তার রেড্ডিজ ল্যাবরেটরি আজ থেকেই স্পুটনিক ভি কোভিড ভ্যাকসিন দেওয়া শুরু করেছে। সিমিতভাবে হলেও আজ সূচনা হল।   জুলাই মাস থেকে ভারতে উৎপাদন শুরু হবে। তখন আর ভ্যাকসিনের অভাব থাকবে না।



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.