প্রয়াত আশা রাণী পালকে শ্রদ্ধাঞ্জলী, বাবুর বাজার নেশামুক্ত সমিতির
নয়াঠাহর প্রতিবেদন, বিহাড়াঃ বাবুর বাজার নেশামুক্ত সমিতির উদ্যোগে সমিতির বাবুর বাজার স্থিত কার্যালয়ে মঙ্গলবার প্রয়াত আশা রাণী পালের উদ্দেশ্যে এক শোক সভা ও শ্রদ্ধাঞ্জলী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন সমিতির সদস্যরা প্রথমে প্রয়াত আশা রানী পালের প্রতিকৃতিতে এক এক করে পুষ্পাঞ্জলী নিবেদন করেন। পরে বিভিন্ন বক্তারা প্রয়াত পালের কর্ম জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। সভার শেষে আশা রাণী পালের আত্মার চিরশান্তি কামনায় উপস্থিত সদস্যরা দুই মিনিট নীরবতা পালন করেন। এদিন সমিতির কার্যালয়ের সামনে সমিতির পতাকা অর্ধনমিত করে রাখা হয়। এদিনের সভায় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি মাখন চন্দ, সহ-সভানেত্রী পূরবী পাল, সম্পাদীকা নমিতা দে, বিশিষ্ট সমাজসেবী নৃপেন্দ্র সূত্রধর ওরফে লক্ষী, স্বপন সূত্রধর, বাবুর বাজার কমিটির সভাপতি গোবিন্দ পাল, মানিক উদ্দিন, ইউসুফ আলী তালুকদার, গোপাল পাল, লাভলী সূত্রধর, উষা দাস, অশোক দাস, বাপ্পা দাস সহ অন্য সদস্যরা।
উল্লেখ্য প্রয়াত আশা রাণী গত শনিবার রাত্রিতে পরলোক গত হন বলে জানা যায়। উনি হোম আইসোলেসনে থেকেই পরলোক প্রাপ্ত হয়েছেন বলে জানিয়েছেন সমিতির সদস্যরা। উনার শেষকৃত্য সম্পন্ন করেন হাইলাকান্দির রাইজিং ইউথ সোসাইটির স্বেচ্ছাসেবকরা।









কোন মন্তব্য নেই