Header Ads

কবিতা

 মায়ের ভাষা

 

 

একটি পাথর বাড়বাড়ন্ত

আকাশচুম্বী হচ্ছে এখন

পাথরটার যে ক'জনের গোরস্থান

যাযাবর পাখিরা এখান থেকে

ফুল নিয়ে ছড়িয়ে দিচ্ছে সারা বিশ্বে।

পৃথিবীর সকল জায়গার মানুষ

এই বাড়বাড়ন্ত আকাশচুম্বী

পাথরটাকে দেখতে পায়

আর ফুলের সুবাসে

বিভোর হয়ে যায়।

 

বছরে একটি দিন আসে

মানুষ যখন পাথরটার চারদিকে

গজিয়ে ওঠা আগাছা

পরিষ্কার করতে ব্যস্ত হয়ে যায়

আর যেদিনটাতে পৃথিবীর সবাই এখন

মায়ের ভাষার কথা বলে।

 

কবি পরিচয় : কল্লোল চৌধুরীহাইলাকান্দি

 


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.