বিভিন্ন প্রতিকূলতার ফাঁকে ও বরাকজুড়ে ১৯শে মে পালিত
নয়া ঠাহর প্রতিবেদন, শিলচর : গোটা বরাকের প্রত্যন্ত এলাকায় গত বছরের মতো কভিড মহামারীর দূর্যোগপূর্ণ সময়ে সরকারি বিধি - নিষেধ মেনেই বাংলা ভাষার রক্ষার্থে শহীদদের স্মরণে ব্যাপক কার্যক্রম এর মাধ্যমে ই দিনটি অতিবাহিত হয়। উদারবন্দের মাতৃভাষা ঐক্য মঞ্চ, শিলচরে র A.I.D.S.O, হাইলাকান্দির বরাক ভ্যালি মিডিয়া ফোরাম সহ বিভিন্ন এলাকায় আজ শহীদ স্মরণে শহীদ বেদী গুলো ঝলমল করে সাজিয়ে মাল্যদান , পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। সন্ধ্যায় প্রদীপ এবং মোমবাতি জ্বালিয়ে তাদের আত্মার শান্তি কামনা করেন। এমর্মে উদারবন্দ মাতৃভাষা ঐক্যমঞ্চের উদ্দোগে একটি স্মরণিকা ও উন্মোচন করা হয়। এছাড়া সন্ধ্যা ৭টা থেকে অনলাইন যোগে ঐক্যমঞ্চের শিল্পী সহ ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ এর বন্ধুদের পরিবেশনায় কিছু কথা, কিছু গান ও নৃত্যের মাধ্যমে অনুষ্ঠিত হয় শহিদ তর্পণ অনুষ্ঠান। তৎসহ আন্তর্জাতিক স্তরের সাংবাদিক রত্নজোতি দত্ত এবং অসম বিশ্ববিদ্যালয়ের ডা: চার্বাক, দুলাল ঘোষ সহ দেবাশীষ চন্দ সম্মিলিত ভাবে বিশ্বজুড়ে বাঙালির আড্ডায় যোগ দিয়ে ভাষণ প্রদান করেন বাঙালি জাতির উদ্দেশে। এছাড়াও বিশেষ করে শিলচর এর বেশকটি স্থানে শহীদ বেদীতে মাল্যদান , ও পুষ্পার্ঘ্য অর্পণ করে কাছাড়ের জিলা উপায়ুক্ত কীর্তি জল্লি, শিলচরের সাংসদ রাজদীপ রায়, বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ অনেক রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে এক প্রশস্থ আলোচনা সভা ও অনুষ্ঠিত হয়। সভায় উল্লেখযোগ্য বক্তব্য রাখেন জেলা উপায়ুক্ত কীর্তি জল্লি তিনি বলেন ভাষা শহীদে দেওয়া সর্বোচ্চ ত্যাগ ও বলিদান বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে এক অনুপ্রেরণার মূল ভিত্তি হয়ে থাকবে বলে তিনি জানান। এছাড়াও লক্ষণীয় শুধুমাত্র ১৯ শে মে দিনটিই কি মাতৃভাষা বাংলার ঐতিহ্য পূর্ণ দিন ? আর বাকিগুলো কি অন্যান্য ভাষার চাপে পড়ে বাংলা ভাষার উপর আগ্রাসন! আরেকদিকে বরাকের অধিকাংশ অভিভাবকরা তাদের সন্তানদের মাতৃভাষা র পরিবর্তে আধুনিকতার ছোঁয়া পেয়ে ইংরেজি ভাষার দখলদার নিতে গিয়ে নিজের মাতৃভাষা তথা বাংলাভাষার ঐতিহ্য হারাতে ও কি বিবেকহীন হয়ে পড়ে থাকা লোকেরা কি ১৯ শে মে র শহীদের কথা ভূলে যান?? এমনটাই মন্তব্য করলেন বরাক ভ্যালি মিডিয়া ফোরামের সাধারণ সম্পাদক সানি রায়। তাই আরো ও আবেদন বরাক উপত্যকার মাতৃভাষা প্রেমীদের উদ্দেশ্যে যাহাতে প্রত্যেকটি ইংরেজি মাধ্যমের সরকারি - বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বাংলা ভাষাকে প্রথম প্রাধান্য দেওয়া হয় এ ও দাবি উত্থাপন করেন বরাক ভ্যালি মিডিয়া ফোরাম। সবমিলিয়ে প্রতিকূলতার ফাঁকে ও বরাকে ১৯ শে মে সাড়ম্বরেই উদযাপিত হয় ।









কোন মন্তব্য নেই