করোনাকালীন পরিস্থিতির মোকাবিলা করতে আর্থিক সাহায্যের আবেদন অসম সরকারের
নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ বর্তমান সময়ে মানব জীবনে সংকট সব থেকে বড় সংকট বলতে গেলে
আমরা কোভিড-১৯কেই বুঝি। এই মহামারী মানব সমাজে অকল্পনীয় দুর্দশা বয়ে এনেছে। এই
মহামারীর কবলে পরে ইতিমধ্যে বহু নীরিহ জীবন চিরদিনের জন্য নষ্ট হয়ে গেছে। এই
পরিস্থিতির মুখোমুখি করতে অসম সরকার একটি পদক্ষেপ গ্রহণ করেছে। সরকার চিকিত্সা
সেবাকে আরও শক্তিশালী করার জন্য এই কাজে এগিয়ে চলছে। অধিক সংখ্যক অক্সিজেন ও আই সি
ইউ শয্যার সংযোজন ঘটিয়ে আরও অধিক কোভিড সেন্টার স্থাপন করেছে। সরকার অক্সিজেনের অধিকতর
উত্পাদন ও সংরক্ষণের ব্যবস্থা করেছে।
অসমে কোভিড-১৯র দ্বিতীয় তরঙ্গের প্রভাব অতি ভয়ংকর রূপ
নিয়েছে। এই পরিপ্রেক্ষিতে রাজ্যের চিকিত্সা সেবাকে আরও অধিক শক্তিশালী করার
প্রয়োজন রয়েছে। এই সংকটের মুখোমুখি হওয়ার জন্য সরকার জনসমক্ষে আয়কর রেহাইয়ের আওতায়
একটি অনুরোধ রেখেছ। সরকার চাইছে, জনগণ করোনার এই পরিস্থিতির মোকাবিলা করতে আর্থিক
সাহায্যের মাধ্যমে নীচে দেওয়া অ্যাকাউন্টে সহায় করুন-
মুখ্যমন্ত্রীর সাহায্য পুঁজি, অসম,
অ্যাকাউন্ট – ৩৫৯৬৯৬৬০২৩০ (এস বি আই)
আই এফ এস সি কোড – এস বি আই এন ০০১০৭৫৫
পান- এএএটিসি৪৬৬৭কে
অসম আরোগ্য নিধি
অ্যাকাউন্ট – ৩২১৩৪৮১০১০১ (এসবিআই)
আইএফএসসি কোড- এস বি আই এন ০০১০৭৫৫









কোন মন্তব্য নেই