Header Ads

করিমগঞ্জের নতুন জেলাশাসক খর্গেশ্বর পেগু, হাইলাকান্দির রোহন কুমার ঝা


নয়া ঠাহর প্রতিবেদন, বদরপুর : হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে নতুন সরকার অধিষ্ঠিত হতেই প্রশাসনিক স্তরে রদ বদল শুরু করেছে। পুলিশ বিভাগের রদ বদলের পর রবিবার ক'টি জেলার জেলাশাসক বদলি করা হয়েছে। করিমগঞ্জের জেলাশাসক আম্বানুথান এমপি, আইএএস, বদলি হয়েছেন। এই পদে তিনি কাজ করবেন ধুবড়িতে। করিমগঞ্জে জেলাশাসক হয়ে আসছেন লখিমপুরের জেলাশাসক খর্গেশ্বর পেগু, এসিএস। করিমগঞ্জের অতিরিক্ত জেলাশাসক হিভারে নিসার্গ গৌতমের পদোন্নতি হয়েছে। দক্ষিণ শালমারার জেলাশাসক হিসেবে তিনি কাজে যোগ দিচ্ছেন। হাইলাকান্দির জেলাশাসক মেঘনিধি দাহাল, আইএএস, কোকড়াঝাড়ে একেই পদে বদলি হয়েছেন। তাঁর স্থলভিষিক্ত হয়ে আসছেন শোণিতপুর জেলার অতিরিক্ত জেলাশাসক রোহন কুমার ঝা, আইএএস।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.