Header Ads

বদরপুর বিশিষ্ট সমাজসেবী চন্দন লাল সেন প্রয়াত

সুব্রত দাস, বদরপুর: বদরপুরের সক্রিয় সমাজসেবী ও প্রাক্তন ওয়ার্ড কমিশনার চন্দন লাল সেন আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫। তিনি বদরপুর ব্লক কংগ্রেসের প্রাক্তন সহ-সভাপতি ও ক্রীড়াবিদ ব্যক্তি ছিলেন। জানা গেছে, কিছু দিন যাবৎ ইউরিনের অসুবিধার জন্য তিনি জর্জরিত ছিলেন। এক সপ্তাহের আগে উনার শ্বাসপ্রশ্বাসের অসুবিধা দেখে পরিবারের লোকজন বদরপুর থেকে করিমগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। সেখানে হাসপাতালের চিকিৎসক শরীরের অবনতি দেখে শিলচর মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। মেডিকেলে নিয়ে যাওয়ার পর সেখানে করোনা টেষ্ট করানোর পর কোভিড বলে ধরা পরে। অক্সিজেনর লেভেল ধীরে ধীরে কমতে থাকে।কঠিন পরিস্থিতির সঙ্গে হার মেনে ইহলোক ছেড়ে পরলোকে বুধবার সকাল সাড়ে নটা নাগাদ চিরকালের জন্যে বিদায় নেন। তার মৃত্যুর সংবাদ শুনে বদরপুরের চারিদিকে শোকের ছায়া নেমে আসে। ছিলেন বদরপুর টাউন কমিটির কংগ্রেস বোর্ডের প্রাক্তন কমিশনার ও এক সুদক্ষ ফুটবলার ছিলেন। বদরপুর সার্কেল অফিসার, বদরপুর থানার ওসি, বিশ্ব বরণ বড়ুয়া, দিলীপ দাস, মানিক গোয়ালা, দীপঙ্কর রায় কর্মকার, শঙ্কর চক্রবর্তী, রাজু দেব,মতিলাল দে প্রমুখরা বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন । বদরপুরের যুবশক্তি এনজিও গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.