দেশের ১২জন বিরোধী নেতা প্রধানমন্ত্রীকে চিঠি ,সেন্ট্রাল ভিস্তা নির্মাণ বন্ধ করে ভ্যাকসিন কিনুন
নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি
: দেশের ১২জন বিরোধী নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে
জরুরি চিঠি দিয়ে ভ্যাকসিন উৎপাদনকারী সব উৎস থেকে তা সংগ্রহ করে দেশের
মানুষকে বন্টনের দাবি জানিয়েছেন। সোনিয়া গান্ধী মমতা
বন্দ্যোপাধ্যায়, শারদ পাওয়ার, উদ্ধব
থাকবে, সীতারাম ইয়েচুরি,
এম কে স্টালিন, ফারুক আবদুল্লা, দেবগৌরা,
হেমন্ত সোরেন, তেজেস যাদব, ডি রাজা, অখিল যাদব প্রমুখ প্রধানমন্ত্রীর কাছে অবিলম্বে
ভ্যাকসিন জোগাড় করে বন্টনের দাবি জানান। বিরোধী নেতারা ২০ হাজার
কোটি টাকা নির্মাণ করা সেন্ট্রাল ভিস্তার কাজ বন্ধ করার দাবি জানিয়ে বলেন, এই টাকাতে
ভ্যাকসিন কেনা যাবে। নতুন সংসদ ভবন, উপরাষ্ট্রপতি
ভবন, প্রধানমন্ত্রীর ভবন থাকা
সত্ত্বেও নতুন করে নির্মাণ করা হচ্ছে। বিরোধী
নেতারা এই নির্মাণ বন্ধ করার দাবি
জানিয়েছে। তারা অভিযোগ করেছে কোনো রাজ্যে প্রয়োজন অনুযায়ী ভ্যাকসিন
পওয়া যাচ্ছে না। দেশে এপর্যন্ত ২,৩৩৪০,৯৩৮ জন
আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ২৫৪১৯৭ জনের। কেন্দ্রের
রুট ম্যাপ নেই নিয়ন্ত্রণ করতে পারছে না বলে বিরোধীরা অভিযোগ তুলেছে।
এদিকে, প্রধানমন্ত্রী আগামী 20 মে দেশের ১০ রাজ্যের ৫৪ জন ডেপুটি কমিশনারদের
সঙ্গে সরাসরি ভার্চুযাল বৈঠক করবেন জেনে তৃনমূল
কংগ্রেস তীব্র সমালোচনা করে বলেছেন ডি এম টু পি এম মাইনাস সি
এম। সংবিধানের যুক্তরাষ্ট্রের কাঠামোকে অস্বীকার করেছেন প্রধানমন্ত্রী। এই বিপদের
দিনে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা
উচিত ছিল।









কোন মন্তব্য নেই