মেঘালয়াতে একদিনে রেকর্ড সংখ্যক কোভিড 19 আক্রান্ত সুস্থ হলেন
রাজ্যের স্বাস্থ্যবিভাগের সূত্র জানিয়েছে বর্তমানে রাজ্যে 3381 জন সক্রিয় রোগী রয়েছেন । সেরে উঠেছেন মোট 17,354 জন।
কোভিডের জেরে শিলং শহরে আগামী সোমবার ভোর পাঁচটা অবধি জারি রয়েছে কারফিউ। শহরের বিভিন্ন এলাকায় শুধুমাত্র অত্যাবশ্যকীয় সামগ্রীর দোকানপাট খোলা রয়েছে।









কোন মন্তব্য নেই