Header Ads

মেঘালয়াতে একদিনে রেকর্ড সংখ্যক কোভিড 19 আক্রান্ত সুস্থ হলেন

ননীগোপাল ঘোষ, শিলং : বুধবার মেঘালয়াতে একযোগে রেকর্ড সংখ্যক 314 জন কোভিড 19 আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠলেন । যদিও বুধবার আক্রান্ত হয়েছেন 406 জন। মৃত্যু হয়েছে আটজনের ।

রাজ্যের স্বাস্থ্যবিভাগের সূত্র জানিয়েছে বর্তমানে রাজ্যে 3381 জন সক্রিয় রোগী রয়েছেন । সেরে উঠেছেন মোট 17,354 জন।

কোভিডের জেরে শিলং শহরে আগামী সোমবার ভোর পাঁচটা  অবধি জারি রয়েছে কারফিউ। শহরের বিভিন্ন এলাকায় শুধুমাত্র অত্যাবশ্যকীয় সামগ্রীর দোকানপাট খোলা রয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.