Header Ads

কোভিড রুগিদের খবর নিতে জি এম সি তে গভীর রাতে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা

অমল গুপ্ত, গুয়াহাটিঃ দেশে  করোনা সংক্রমণের  গ্রাফ কমছে। তবে  মৃত্যুর হার কিছুটা বেড়েছে।  অসমেও  একই স্থিতি। গুয়াহাটি মহানগরের তিনটি  ওয়ার্ডে কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছিল  পরিস্থিতি  ভালো  হয়েছে।  সংক্রমণ কমেছে।  তাই  কাল থেকে গুয়াহাটি   মহানগরীর ৮, ১৬, ও ২৮ নম্বর ওয়ার্ডের  কন্টেন্ট মেন্ট জোন  প্রত্যাহার করে নেওয়া হবে বলে  কামরূপ মেট্রোর   ডেপুটি কমিশোনার  বিশ্বজিৎ পেগু সাংবাদিকদের জানান। তিনি বলেন, সংক্রমণ কমলেও মৃত্যুর হার বাড়ছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব  শর্মা  গতকাল   রাত ২টা ৩০ মিনিটে গুয়াহাটি মেডিক্যাল  কলেজ হাসপাতালে  গিয়ে সবকে অবাক করে দেন। তিনি  কোভিড রুগীদের খবর নেন, সিনিয়র ডাক্তারদের   রাতেও   ডিউটি করার নির্দেশ দেন। কাল সব জেলার ডি সি ও এস পিদের সঙ্গে  ভি ডিও কনফারেন্সে জরুরি   বৈঠক করে  রাতে  ডিসিদের কোভিড হাসপাতালে  যাওয়ার নির্দেশ দেন।  কোনো ধরনের গাফিলতি   বরদাস্ত করা হবে  না বলে   জানিয়ে দেন। অসমের নতুন  মুখ্যমন্ত্রী  রাত গভীরে  হাসপাতালে গিয়ে সবকে অবাক করেছেন  মিজোরামের করোনা  আক্রান্ত বিদ্যুতমন্ত্রী লালজিরলিয়ানা  হাসপাতালের রুম  পরিষ্কার করে   সবকে চমকে দেন। তার স্ত্রী, পুত্রও কোভিড আক্রান্ত হয়েছে।   কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘন্টায় প্রায় ৭০ হাজার কম আক্রান্ত হয়েছে।  একদিনে মৃত্যু অবশ্য চার হাজার  ছাড়িয়ে গেছে।  ডি  আর ডিওর তৈরি  ড্রাগ ২ ডি  অক্সি ডি  গ্লুকোজ বা ২ ডি জি নতুন  ভ্যাকসিন ডি সিনজি আই অনুমোদন করেছে। ইনস্টিটিউট  অফ নিউক্লিয়ার  মেডিসিন অ্যান্ড  এলিড সায়েন্স  এবং  হাইদারাবাদের   ডাক্তার রেড্ডিজ লাবোরেটরিজ যৌথভাবে ডি আর ডি ও  গবেষণাগারে তৈরি  করা হয়েছে।  এই   ভ্যাকসিনের সবুজ সঙ্কেত দেওয়া হয়েছে।   কোভিশিল্ড  ভ্যাকসিন  নিয়ে সরকার  নতুন করে এস ও পি লাগু করেছে।  ৮৪ দিনের  আগে কো উইন  আপেতে  বুকিং  করা যাবে না। অসমের  তিনসুকিয়া, গুয়াহাটি এবং  ডিব্রুগর নগরে  সংক্রমণ বাড়ছে  সরকার রিভিউ করছে। পরিস্থিতির আরও অবনতি হলে  ফুল লকডাউনের ইঙ্গিত  দিয়েছে। এখন ২৪  ঘন্টার মধ্যে ১৮ ঘন্টায় বন্ধ চলছে। পশ্চিমবঙ্গে ১৫  দিন লকডাউন জারি করেছে।  ত্রিপুরা  সিকিম প্রভৃতি   রাজ্যে লকডাউন চলছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.