Header Ads

বুনো হাতির করুণ ম‍ৃত‍্যু তদন্তের রিপোর্টের অপেক্ষায় পরিবেশপ্রেমীরা

চার্বাক দেব, শিলচর : মানুষ, জীব, প্রানী, কীটপ্রতঙ্গ সকলেই প্রকৃতির কোলে লালিত পালিত হয়ে বাঁচতে ও বাড়তে চায় তাদের মতো করে। বাঁচা বাড়ার অধিকার সকলের আছে। তবে মানুষের মধ্যে স্বাধীনতার অনুভূতি আছে সত্য। প্রাণী জগতের অরণ‍্য বা জঙ্গলে সংকটমুক্ত হয়ে স্বাধীনভাবে চলাফেরা করারও স্বাধীনতাও বতর্মান যুগে নেই।সম্প্রতি বজ্রপাতে নগাঁওের কাথাইতলি ফরেস্ট রেঞ্জে অধীনস্থ বামুনিপাহাড় এলাকায় একদল বুনো হাতির অস্বাভাবিক মৃত্যুর  ঘটনা নিয়ে পরিবেশপ্রেমী, পরিবেশবিদ এবং বন ও পরিবেশ রক্ষায় সরকারি সেবক ও আমলাতন্ত্রের প্রানে বেদনাদায়ক চোট লাগাটা স্বাভাবিক। এমনকি আসামের  মুখ‍্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা  ও বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ‍্য হাতি দলের  মৃত্যুতে শোকাহত। ঘটনাস্থলে বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ‍্য সহ বন বিভাগীয় উচ্চপদস্থ বিষয়া তৎক্ষণাৎ উপস্থিত হন সরজমিন তদন্তের জন্যে। সাথে পশু চিকিৎসক ও পরিবেশবিদের এক টিমও  নিয়ে যাওয়া হয় বলে জানা যায়। পরবর্তীতে জানা গিয়েছে একটি বিশেষ টিমও তদন্তের জন্য লাগানো হয়েছে। বর্তমানে পশু চিকিৎসকের পোষ্টমর্টেম ও ফরেন্সিক সায়েন্সের রিপোর্টের অধীর অপেক্ষায় রয়েছেন পরিবেশবিদসহ সকলে। বুনোহাতি মৃত্যু সংখ্যা আঠারো ছিল বলে জানা যায়। হাতি মৃত্যুর ঘটনা কোন পথে প্রবাহিত হচ্ছে তা জানার জন্য সবাই অপেক্ষায় !

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.